Viral Video: সাইকেলে চড়তে পারছে না ছোট বোন, সমস্যার সমাধানে হাজির বড় দিদি, ভাইরাল ভিডিয়ো দেখে মুগ্ধ নেটিজ়েনরা
VIral Video: বড় দিদিরা কখনও হার মানে না। আর এই দিদি বয়সে একরত্তি হলেও বুদ্ধিতে মাত দেবে যে কাউকে।
কথায় বলে বাড়িতে দুই বোন থাকলে তাদের চুলোচুলি যেমন লেগেই থাকে, তেমনই গভীর তাদের ভালবাসা। একজনকে কেউ কিছু বললে, তেড়ে যায় অন্যজন। একজনের অসুবিধা হলে সমস্যার সমাধানে ছাপিয়ে পড়ে অন্যজন। এমনই দুই বোনের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, সাইকেলে ওঠার চেষ্টা করছে ছোট বোন। কিন্তু সাইকেল উঁচু হওয়ায় কোনওভাবেই উঠতে পারছে না সে। হাজার চেষ্টা করেও নাগাল পাচ্ছে না উঁচু সাইকেলের। বোনের এমন করুণ দশা দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বড় দিদি। আর তার কাণ্ড দেখে অবাক নেট দুনিয়া।
ছোট বোনকে সাইকেল চালানো শেখাচ্ছে দিদি, দেখুন ভাইরাল ভিডিয়ো
View this post on Instagram
ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, ছোট বোন যাতে সাইকেলের নাগাল পায়, সেজন্য সাইকেলের পাশে মাটিতে সটান শিয়ে পড়েছে দিদি। আর তার পিঠে ভর দিয়ে সাইকেলে চড়েছে ছোট বোন। এখানেই শেষ নয়। বোন সাইকেলের নাগাল পেয়ে সিটে বসে পড়ার পরেই মাটি থেকে উঠে পড়েছে দিদি। তারপর বোনকে সাইকেল শেখানোর দায়িত্বও নিয়েছে সে। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে সাইকেলের সিটের পিছন দিকে ধরে আসতে আসতে করে ঠেলে বোনকে সাইকেল চালানো শেখাচ্ছে দিদি। ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। ইতিমধ্যেই ৬০ লক্ষেরও বেশি হয়েছে দুই বোনের এই ভিডিয়োর।
দুই বোনের এরকম মিষ্টি মুহূর্তের সাক্ষে থাকতে পেরে খুশি নেটিজ়েনরা। তাঁরা বলছেন, ছোট বোন যখন কোনও সমস্যায় থাকে তখন তার সমাধান না করে হাল ছাড়ে না বড় দিদিরা। একেই বলে ‘পারফেক্ট সিস্টার্স বন্ডিং’। ভিডিয়ো দেখে বোঝা গিয়েছে, বড় দিদিকে বেশ ভরসা করে ছোট বোন। কারণ দিদি শুয়ে পড়ার পরেই তার পিঠে ভর দিয়ে যেভাবে সাইকেলের সিটে চড়ে বসেছে তা দেখেই অনুমান যে ছোট্ট মেয়ে জানে তার দিদি কোনও অঘটন ঘটতে দেবে না। একাই ঠিক সামলে নেবে সবকিছু। এই ভিডিয়োতে দেখতে পাওয়া দুই বোনেরই বয়স একেবারেই কম। কিন্তু তার মধ্যেই ছোট বোনের প্রতি দিদির দায়িত্ব-কর্তব্য বোধ দেখে মুগ্ধ হয়েছেন নেটিজ়েনরা।
আরও পড়ুন- Viral Video: মাথার চুলের বিনিময়ে কটন ক্যান্ডি! দোকানের আজব বিনিময় প্রথা শুনে অবাক নেটিজ়েনরা
আরও পড়ুন- Viral Video: ছোট্ট ইঁদুরকে গাড়ি চাপা পড়া থেকে বাঁচাল বুদ্ধিমান কাক! দেখুন ভাইরাল ভিডিয়ো
আরও পড়ুন- Viral Video: স্বামী ও পোষ্য কুকুরের নাক ডাকার চোটে রাত জেগে স্ত্রী! ভিডিয়ো রেকর্ড করে জানালেন অভিযোগ