Viral Video: দাঁত দিয়ে তরতর করে সাইকেল তুলে ফেললেন ইনি, নেটিজ়েনরা বললেন, ‘টুথপেস্টে সিমেন্ট আছে নাকি?’

Viral Video Today: দাঁতের (Teeth) জোরে যে আপনি কী-কী করতে পারেন, তা সত্যিই ধারণারও বাইরে। এই ব্যক্তি যেন সবকিছুর ঊর্ধ্বে চলে গিয়েছেন। নিজের সাইকেলটাকে (Cycle) দাঁতে করে তুলে দিলেন। তারপর সেই দক্ষতার নমুনা দেখাতে কিছুদূর হেঁটেও গেলেন তিনি! নেটিজ়েনরা তাজ্জব বনে গেলেন!

Viral Video: দাঁত দিয়ে তরতর করে সাইকেল তুলে ফেললেন ইনি, নেটিজ়েনরা বললেন, 'টুথপেস্টে সিমেন্ট আছে নাকি?'
নেটিজ়েনরা বলছেন, ইনি পুরুষ নন, মহাপুরুষ!
Follow Us:
| Edited By: | Updated on: Apr 15, 2023 | 9:43 AM

Latest Viral Video: আপনার টুথপেস্টে কি লবণ আছে? কয়েক দিন আগে পর্যন্তও টুথপেস্টের এই বিজ্ঞাপনী ভিডিয়ো নিয়ে মানুষজন মজা করতেন। টুথপেস্টে লবণ থাকা বা না থাকায়, দাঁত পরিষ্কার বা দাঁতের জোর কত বাড়তে পারে, সে এক অন্য বিষয়। কিন্তু দাঁতের জোরে মানুষ যে শুধু মাংসের হাড়ই চিবোতে পারেন না, তা প্রমাণ করে দিয়েছে একটি ভিডিয়ো। মনের জোরে আপনি অনেক কিছুই করতে পারেন! কিন্তু দাঁতের (Teeth) জোরে যে আপনি কী-কী করতে পারেন, তা সত্যিই ধারণারও বাইরে। এই ব্যক্তি যেন সবকিছুর ঊর্ধ্বে চলে গিয়েছেন। নিজের সাইকেলটাকে (Cycle) দাঁতে করে তুলে দিলেন। তারপর সেই দক্ষতার নমুনা দেখাতে কিছুদূর হেঁটেও গেলেন তিনি! সে সময় যাঁরা সেখানে হাজির ছিলেন, হাঁ হয়ে দেখলেন কাণ্ডটা। নেটিজ়েনরাও তাজ্জব বনে গেলেন!

ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে @shyam.chaturvedi143 নামক একটি পেজ থেকে। সেখানেই এক ব্যক্তিকে দাঁতে করে একটি সাইকেল তুলতে দেখা গিয়েছে। হাতে করে আপনি আপনার সাইকেল তুলতে পারেন। প্রয়োজনার্থে তা হয় তো অনেকবার করেও দেখেছেন। কিন্তু তা বলে দাঁতে করে একটা সাইকেল তোলা কিন্তু মুখের কাজ নয়। কিন্তু এই ব্যক্তির কাছে তা-ই যেন জলভাতের মতো। সত্যিই তিনি যেন অসম্ভবকে সম্ভব করে দেখালেন।

তা, কীভাবে তিনি এই অসম্ভবকে সম্ভব করলেন? প্রথমে দেখা গেল, তিনি তাঁর সাইকেলের কেরিয়ারে একটি কাপড় বাঁধলেন। তারপর সেই কাপড়টা মুখ দিয়ে টেনে ধরে সাইকেলটাকে আস্তে আস্তে উপরের দিকে তুললেন। আশপাশে দাঁড়িয়ে থাকা লোকজন ব্যক্তির এমনতর কাণ্ডে অবাক। যদিও মুখে করে এতটা ভারী বস্তু তোলা যথেষ্ট কষ্টকর। তাই, ওই ব্যক্তি কিছুক্ষণের মধ্যেই তা আবার মুখ থেকে নামিয়েও দিলেন।

ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। প্রায় 20 লাখেরও বেশি ভিউ পেয়েছে ভিডিয়োটি। অবাক কাণ্ডটি দেখার পর বহু মানুষ তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁদের মধ্যে কেউ বলেছেন, “ইনি পতঞ্জলি মাজন দিয়ে দাঁত মেজেছেন।” কেউ আবার বললেন, “আপনার টুথপেস্টে কি সিমেন্ট আছে?” আর একজন বলেছেন, “ইনি বিমল খাওয়ার পর এতটা শক্তি পেয়েছেন!” তবে কেউ কেউ আবার তাঁর প্রশংসাও করেছেন।