Car Parking: রোজ রোজ জরিমানা, পার্কিং সমস্যায় জেরবার, বাড়ির ছাদেই দুটি গাড়ি তুলে দিলেন ব্যক্তি

Car Parking On Apartment Roof: নিজের বাড়ির সামনে গাড়ি দুটিকে পার্ক করতে বারংবার জরিমানা দিতে হয়েছে তাঁকে। শেষমেশ উপায় খুঁজে না পেয়ে অ্যাপার্টমেন্টের ছাদেই গাড়ি দুটিকে তুলে দিয়ে পার্ক করেন তিনি। কিন্তু কীভাবে সেই গাড়ি দুটি বাড়ির ছাদে তুললেন, আর কীভাবেই বা গাড়ি দুটিকে ছাদ থেকে তিনি নামাবেন, এই উত্তর দুটি সত্যিই অজানা।

Car Parking: রোজ রোজ জরিমানা, পার্কিং সমস্যায় জেরবার, বাড়ির ছাদেই দুটি গাড়ি তুলে দিলেন ব্যক্তি
গাড়ি এবার বাড়ির ছাদে...
Follow Us:
| Edited By: | Updated on: Jun 17, 2023 | 7:27 PM

Car Parking On Roof: গাড়ি পার্কিং করা আজকের দিনে এক বড় সমস্যা। অনেকের কাছে তা সত্যিই দুঃস্বপ্নের। বাড়ির কাছাকাছি একটা পার্কিং স্পেস খুঁজে পেতে সত্যিই ঘুম ছোটে অনেকের। তবে গাড়ি পার্কিং (Car Parking) করতে গিয়ে তাইওয়ানের (Taiwan) এক ব্যক্তি এবার এমনই কাণ্ড ঘটাতে দেখা গিয়েছে, যা দেখে হতবাক হতে পারেন আপনি। কয়েক দিন আগেই ভুল জায়গায় গাড়ি পার্ক করার জন্য মোটা টাকা জরিমানা করা হয়েছিল তাঁকে। আসলে ওই ব্যক্তি তাঁর বাড়ির নিচের সামান্য একটু জায়গাকে আপন করে নিয়েছিলেন। সেখানেই রেখে আসছিলেন সাধের গাড়িটা। যতবার তাঁর কাছে জরিমানা কাটা হত, ফের সেই একই ভুল করতে থাকেন। ভুলের পুনরাবৃত্তি করতে করতে আর ফাইন দিতে দিতে নাজেহাল হয়ে সেই চরম সিদ্ধান্তটা নিয়েই ফেলেন।

সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি খুবই ভাইরাল হয়েছে। তার একটিতে দেখা যাচ্ছে, অ্যাপার্টমেন্টের ছাদে একপ্রকার ঝুলছে। আর একটি ছবিতে দেখা গিয়েছে, ওই ছাদেরই অপর প্রান্তে ঠিকঠাক ভাবে আর একটি ভ্যান পার্ক করা গিয়েছে। হ্যাঁ, তাইওয়ানের ওই ব্যক্তির দুটি গাড়ি। নিজের বাড়ির সামনে গাড়ি দুটিকে পার্ক করতে বারংবার জরিমানা দিতে হয়েছে তাঁকে। শেষমেশ উপায় খুঁজে না পেয়ে অ্যাপার্টমেন্টের ছাদেই গাড়ি দুটিকে তুলে দিয়ে পার্ক করেন তিনি। কিন্তু কীভাবে সেই গাড়ি দুটি বাড়ির ছাদে তুললেন, আর কীভাবেই বা গাড়ি দুটিকে ছাদ থেকে তিনি নামাবেন, এই উত্তর দুটি সত্যিই অজানা।

চায়না টাইমসের কাছে ওই ব্যক্তি বলেছেন, “এটা ছাড়া আমার কাছে দ্বিতীয় আর কোনও উপায় ছিল না। এখানে গাড়ি দুটি পার্ক করার ফলে বিল্ডিংয়ের কারও আর কোনও সমস্যা হবে না।” তিনি আরও বলেছেন যে, বিল্ডিংটি কংক্রিট, স্টিলের তৈরি, গাড়ি দুটিকে সাপোর্ট দেওয়ার জন্য যথেষ্ট। শহরের মিউনিসিপ্যালিটির কর্মকর্তারা তাঁকে গাড়ি দুটি ছাদ থেকে নামাতে বললেও তিনি তাতে রাজি হননি। তাঁদের কাছে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ছাদে গাড়ি তিনি রাখতেই পারেন, তাতে টেকনিক্যাল কোনও ভুল নেই।

তবে বিল্ডিংয়ের লোকজন তাতেও খুবই আপত্তি জানাচ্ছিলেন। পুলিশও তাঁর বাড়িতে এই নিয়ে আসতে থাকে এবং গাড়িগুলিকে নিচে নামানোর অনুরোধ করতে থাকে। সেই সব আর্জিতে সাড়া দিয়ে তিনি শেষমেশ গাড়ি দুটিকে নামিয়ে নিলেও তাঁদের পরিষ্কার জানান, কিছু ভুল করেননি।

এখনও আপনি ভেবে চলেছেন, গাড়ি দুটি বাড়ির ছাদে তুললেন কীভাবে? কংক্রিটের বিল্ডিং হতে পারে, কিন্তু একটা বিল্ডিংয়ের ভিতরে আবার চারচাকা গাড়ি চালানো সম্ভব নাকি? তা-ও আবার একটা নয়, দুটো গাড়ি তুলে দিয়েছেন ছাদের উপরে। আসলে, তিনি গাড়ি দুটিকে ছাদে তুলতে একটা ক্রেন ভাড়া করে ফেলেছিলেন। হ্যাঁ, ঠিকই শুনছেন। পার্কিং সমস্যায় জেরবার হয়ে স্থায়ী সমাধান খুঁজতে এই পন্থাই অবলম্বন করতে হয়েছিল ওই ব্যক্তিকে।