Viral Video: বাক্সবন্দি করে হেয়ারকাট! দুরন্ত শিশুর চুল কাটাতে মায়ের কৌশল, নেটিজ়েনরা অবাক

Viral Video Today: এমন এক মায়ের সন্ধান এই ইন্টারনেট আমাদের দিয়েছে, যাঁরা চঞ্চল সন্তানের চুল কাটানোর কৌশল নেটপাড়ার লোকজনের মন জয় করেছে। টুইটারে এক IPS অফিসার সেই ভিডিয়োটি পোস্ট করেছেন।

Viral Video: বাক্সবন্দি করে হেয়ারকাট! দুরন্ত শিশুর চুল কাটাতে মায়ের কৌশল, নেটিজ়েনরা অবাক
দুরন্ত বাচ্চার চুল কাটার অনবদ্য কৌশল!
Follow Us:
| Edited By: | Updated on: Jun 30, 2023 | 7:44 PM

Latest Viral Video: কিছু বাচ্চা এত দুরন্ত হয় যে, তাদের এক জায়গায় কয়েক সেকেন্ডও বসিয়ে রাখা যায় না। এখন সেই বাচ্চাদের যদি মাথার চুল কাটাতে হয়, তাহলে সত্যিই মা-বাবা তো বটেই, তার সঙ্গে নাপিতেরও মাথার ঘাম পায়ে ছোটে। হ্যাঁ, তাদের নিয়ন্ত্রণ করা এতটাই কঠিন। তবে এমন এক মায়ের সন্ধান এই ইন্টারনেট আমাদের দিয়েছে, যাঁরা চঞ্চল সন্তানের চুল কাটানোর কৌশল নেটপাড়ার লোকজনের মন জয় করেছে। টুইটারে এক IPS অফিসার সেই ভিডিয়োটি পোস্ট করেছেন। আর সেই ভিডিয়ো দেখার পরে লোকজন বলছেন, এই আইডিয়া মোটেই খারাপ নয়, আধুনিক সমস্যার আধুনিক সমাধান। আপনার বাড়িতেও কি এরকম দুরন্ত বাচ্চা রয়েছে? তাহলে এই আপনি একবার এই কৌশলটির সাহায্য নিলয়ে দেখতে পারেন।

সদ্য ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, মা তাঁর সন্তানের চুল কাটার জন্য দুরন্ত বাচ্চাটিকে একটি পিচবোর্ডের বাক্সের ভিতরে বসিয়ে দিয়েছেন। সেই বাক্সে বাচ্চাটির পা ও মাথার কাটআউট দেওয়া রয়েছে। শিশুটিকে ঠিক যখনই ওই বাক্সের মধ্যে বসিয়েই সেটি বন্ধ করে দেন মা। তখন বাক্সের একটা অংশ থেকে দেখা গেল বাচ্চাটির মাথাটা বেরিয়ে আছে।

ওই মায়ের জন্য সন্তানের চুল কাটা যেন আরও সহজ হয়ে গেল। ব্যস! ব্যাপারটা আয়ত্তে আসতেই তিনি ছোট্ট ছেলেটার মাথার উপর দিয়ে ট্রিমার চালাতে থাকলেন। সে সময় ছেলেটা যা মুখ করেছিল, দেখে মনে হচ্ছিল যেন এর থেকে আরামের মুহূর্ত তার কাছে আর কিছু নেই। যদিও বাক্সের মধ্যে সে এমন ভাবেই বন্দি হয়ে গিয়েছিল যে কিছুই করতে পারছিল না। কিন্তু ছোট্ট ছেলের অক্ষমতাই যেন তার মায়ের কাছে চুল কাটার সুবর্ণ সুযোগ ছিল।

আইপিএস অফিসার রূপিন শর্মা টুইটারে এই ভিডিয়োটি শেয়ার করেছেন। গত 29 জুন তিনি এই ভিডিয়ো শেয়ার করেছিলেন। এর মধ্যেই প্রচুর মানুষ ভিডিয়োটি দেখে ফেলেছেন। কয়েক হাজার ভিউ এবং শতাধিক লাইক পড়েছে ভিডিয়োটিতে। একজন লিখছেন, ‘স্মার্ট সলিউশন! এবার ছেলের মাথার চুল কাটাতে আর সেলুনে যাবো না। বাড়িতে এই ভাবেই কেটে দেব।’