Optical Illusion: এই ছবিতে ছদ্মবেশ ধরে রয়েছে একটি পেঁচা, দেখুন তো খুঁজে পান কি না

Viral Optical Illusion: এই ছবিটার দিকে যদি একবার তাকিয়ে থাকেন, তাহলে সেখান থেকে কি কোনও পাখি আপনার নজরে আসছে? যদি না দেখতে পান, তাহলে বলে রাখি একটি পেঁচা রয়েছে এই ছবিতেই। আপনাকে সেই পেঁচাটিকেই কয়েক সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে হবে। পারবেন তো?

Optical Illusion: এই ছবিতে ছদ্মবেশ ধরে রয়েছে একটি পেঁচা, দেখুন তো খুঁজে পান কি না
ভাল করে ছবিটা একবার দেখুন তো।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 14, 2023 | 11:50 PM

Latest Optical Illusion: অপটিক্যাল ইলিউশন সবসময়ই মজাদার। আট থেকে আশি সকলের কাছেই তা অত্যন্ত আকর্ষণের। এই ধরনের ছবিগুলির দিকে এক দৃষ্টিতে একবার তাকিয়ে থাকলে, সমাধান না করা পর্যন্ত আপনি উঠবেন না। সেরকমই একটা ছবি আপনাকে মোহিত করতে পারে। খুব ভাল করে এই ছবিটার দিকে যদি একবার তাকিয়ে থাকেন, তাহলে সেখান থেকে কি কোনও পাখি আপনার নজরে আসছে? যদি না দেখতে পান, তাহলে বলে রাখি একটি পেঁচা রয়েছে এই ছবিতেই। আপনাকে সেই পেঁচাটিকেই কয়েক সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে হবে। পারবেন তো?

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Reddit-এ ছবিটি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘ছদ্মবেশী রক ঈগল পেঁচাটিকে চিহ্নিত করুন।’ ছবিতে এ-ও উল্লেখ করা হয়েছে যে, হেমন্ত কে নামের এক ব্যক্তি এটি তুলেছেন। প্রথম নজরে এই ছবিটি দেখার পরে পাথর আর ঘাসে ঢাকা একটি ভূমি ছাড়া আর কিছু নজরে আসার কথা নয়। কিন্তু সেখানেই রয়েছে ওই পেঁচাটি। আর তাই তো এটি একটি অপটিক্যাল ইলিউশন।

তবে এই পোস্টটি আজকের নয়। অনেক দিন আগের। অন্যান্য আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ছবিটি শেয়ার করা হয়েছিল। সেখানে মানুষজন নানাবিধ মন্তব্যও করেছেন। অনেকেই বলেছেন এই ছবিটি খুবই আকর্ষণীয়। কেউ আবার বলেছেন, অনেক চেষ্টা করেও পেঁচাটিকে খুঁজে পাইনি।

Spot the camowlflaged Rock Eagle owl (By Hemant K) by u/ssigea in Superbowl

“আমি এটি কখনই দেখতে পেতাম না। উত্তরটা বলার পরেও আমাকে একটু সময় নিতে হয়েছিল,” একজন রেডিট ব্যবহারকারী শেয়ার করেছেন। “এটি একটি দুর্দান্তভাবে ছদ্মবেশী পেঁচা। এরকম প্রতিভাবান পেঁচা সত্যিই দেখা যায় না,” আরেকজন পোস্ট করেছেন। “এটা আমার বাস্তব বলে মনে হচ্ছিল না। সত্যিই খুব সুন্দর!” তৃতীয় একজন যোগ করলেন।

আপনি কি পেঁচাটিকে দেখতে পেয়েছেন? এখনও যদি না দেখতে পান, তাহলে ভাল করে ছবিটার দিকে তাকিয়ে থাকুন।