Viral Video: দেশের সংকটজনক পরিস্থিতি, এদিকে মেয়েকে সোনায় ওজন করে বিয়ে দিলেন পাকিস্তানি ব্যবসায়ী
Viral Video Today: বলিহারি বিয়ে! যৌতুক হিসেবে মেয়ের বিয়েতে প্রচুর সোনা দিলেন বাবা। আর যে পরিমাণ সোনা এনেছেন, তা যে তাঁর মেয়ের ওজনের সমান, তা মাপতে দাঁড়িপাল্লা ব্যবহার করলেন ওই ব্যবসায়ী। দাঁড়িপাল্লার একদিকে বসালেন মেয়েকে, আর একদিকে সোনার ইটগুলি বসিয়ে মাপলেন।
Latest Viral Video: এক পাকিস্তানি ব্যবসায়ী মেয়ের বিয়েতে যৌতুক হিসেবে বিপুল পরিমাণ সোনার বাট দিলেন, যেগুলি দেখতে সব ইটের আকারে। শুধু তাই নয়। যে পরিমাণ সোনা এনেছেন, তা যে তাঁর মেয়ের ওজনের সমান, তা মাপতে দাঁড়িপাল্লা ব্যবহার করলেন ওই ব্যবসায়ী। দাঁড়িপাল্লার একদিকে বসালেন মেয়েকে, আর একদিকে সোনার ইটগুলি বসিয়ে মাপলেন। ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সোনার সঙ্গে মেয়েকে ওজন করার এই বিবাহ অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছিল দুবাইতে। সেখানেই এই বিজ়নেস টাইকুন থাকেন বলে জানা গিয়েছে। তবে ওই বিজ়নেস টাইকুনের কী নাম, কবে নাগাদ এই বিয়ের অনুষ্ঠানটি হয়েছিল সে সংক্রান্ত কোনও তথ্য জানা যায়নি। যদিও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিয়োটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
কিছু রিপোর্ট থেকে আবার জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর কন্যার ওজন 69-70 কেজি। এখান থেকে আর একটা বিষয়ে পরিষ্কার হওয়া যায় যে, ওই ব্যবসায়ী যৌতুক হিসেবে 69-70 কেজি সোনাই দিয়েছিলেন। যদিও এই পরিমাপ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
কনেকে সোনায় ওজন করার এহেন প্রথা এখনও উপমহাদেশের কিছু অংশে প্রচলিত আছে। কিন্তু নারীদের এভাবে দাঁড়িপাল্লায় ওজন করার রীতি নিয়ে বহু আগেই পাকিস্তানের মুখ পুড়েছিল। শুধু পাকিস্তান নয়। বিষয়টি দুবাইতেও প্রচলিত আছে। বিশ্বব্যাপী প্রগতিশীল মানুষজন ঘরের মেয়েকে এভাবে সোনার সঙ্গে ওজন করার প্রথা নিয়ে দুবাইবাসীদের বিরুদ্ধেও সরব হয়েছিলেন।
সোশ্যাল মিডিয়া অনেকেই দুবাইয়ের এই বিয়ের চরম নিন্দা করেছেন। অনেকে আবার এ-ও মনে করিয়ে দিয়েছেন, ওই ব্যবসায়ীর দেশ তো পাকিস্তান। যে পাকিস্তান এখন অর্থনৈতিক সংকটে এভাবে ধুঁকছে, সেই দেশের মানুষ দুবাইতে মেয়ের বিয়েতে তালতাল সোনা দিচ্ছেন!
এই মুহূর্তে পাকিস্তান ভয়ানক আর্থিক সংকটের সম্মুখীন। সেই সংকটের সঙ্গে লড়াই করার জন্য বড় অঙ্কের তহবিলের প্রয়োজন। অতীতে আইএমএফ থেকে আর্থিক সহায়তা পেয়েছে এবং বর্তমানে তার ঋণ কর্মসূচি পুনরায় শুরু করার জন্য সংস্থার সঙ্গে আলোচনা করছে দেশটি।
খরচ কমাতে এর মধ্যেই সরকারের তরফে একাধিক ঘোষণা করা হয়েছে। সর্বাগ্রে মন্ত্রিপরিষদের সদস্যদের বেতন-সহ যাবতীয় সুযোগ সুবিধা ত্যাগ করতে বলা হয়েছে, বিদেশ ভ্রমণের জন্য তাঁরা ফাইভ স্টার হোটেলে থাকতে পারবেন না, সরকারি অনুষ্ঠানে একরকম খাবার পরিবেশন করা-সহ এমনই অনেক কিছু।