Viral Video: বন্ধুকে দেখা মাত্র খাঁচার ভিতরেই সারসের ছটফটানি, মানুষ ও পাখির অটুট বন্ধুত্বে আবেগতাড়িত নেটিজ়েনরা

Viral Video Today: উত্তর প্রদেশের সেই সারস পাখি ও তার মানুষ বন্ধুটির কথা মনে আছে? সারসের ঠাঁই তো এখন কানপুর চিড়িয়াখানায়। সম্প্রতি সেই চিড়িয়াখানাতেই পাখিটাকে দেখতে পৌঁছে গিয়েছিল মহম্মদ আরিফ নামের অমেঠির সেই ব্যক্তি। সেখানেই ধরা পড়ল এক দুর্লভ দৃশ্য।

Viral Video: বন্ধুকে দেখা মাত্র খাঁচার ভিতরেই সারসের ছটফটানি, মানুষ ও পাখির অটুট বন্ধুত্বে আবেগতাড়িত নেটিজ়েনরা
এ বন্ধুত্ব যেন সত্যিই অটুট।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 12, 2023 | 12:14 PM

Latest Viral Video: সেই সারস পাখিটার কথা মনে আছে নিশ্চয়ই? নিশ্চয় তার সেই মান ও হুঁশ যুক্ত বন্ধুটির কথাও মনে আছে? পাখিটাকে উদ্ধার করেছিলেন উত্তর প্রদেশের অমেঠির এক বাসিন্দা। সেবা শুশ্রুষা করে তাকে সারিয়েও তুলেছিলেন। তারপর থেকে তিনি যেখানেই যেতেন, পাখিটাও তার সঙ্গে সঙ্গেই যেত সেখানে। তিনি বাইক নিয়ে অমেঠির রাস্তাঘাটে ঘুরতে বেরোলেও পাখিটা তার পিছু ছাড়ত না। কিন্তু নিয়মের গ্যাঁড়াকলে উত্তর প্রদেশের (Uttar Pradesh) সেই মানুষটার সঙ্গে বন্ধুত্ব ভেঙে যায় সারস পাখিটির। বন দফতর তাকে নিয়ে যায় কানপুর চিড়িয়াখানায় (Kanpur Zoo)। সম্প্রতি মহম্মদ আরিফ নামের সেই ব্যক্তিটি পৌঁছে গিয়েছিলেন কানপুর চিড়িয়াখানায়। সারস (Sarus Crane) পাখিটা যেই তাকে একবার দেখে, আনন্দে আটখানা হয়ে খাঁচার মধ্যেই লম্ফঝম্প করতে থাকে। দুজনের সেই ভিডিয়োটিও ব্যাপক ভাইরাল হয়েছে।

আহত সারস পাখিটাকে উদ্ধারের পর তার সেবা-শুশ্রুষা করে দুজনে একসঙ্গে বেশ ভালই ছিলেন। কখনও আরিফ ওই পাখিটাকে খাওয়াচ্ছেন, কখনও আবার পাখিটা তাঁর সঙ্গেই উড়ে-উড়ে ঘুরতে যাচ্ছে, পাখি এবং মানুষের এই বন্ধুত্বের ভিডিয়োগুলি বিগত এক দুই মাসে একাধিক বার ভাইরাল হয়েছে। কিন্তু বাধ সাধে যখন বন দফতর মানুষ ও পাখিটার বন্ধুত্বে হস্তক্ষেপ করে। ফরেস্ট ডিপার্টমেন্ট পাখিটারে আরিফের থেকে আলাদা করে দেয় জাস্ট একটা নোটিস পাঠিয়ে। তারপরই পাখিটাকে কানপুর চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়।

সেই মানুষটাই যখন সারসের খোঁজ নিতে চিড়িয়াখানায় পৌঁছন, তাঁকে দেখা মাত্র পাখিটার প্রতিক্রিয়া ছিল দেখার মতোই। সেই ভিডিয়ো এখন ইন্টারনেটে রীতিমতো ছড়িয়ে পড়েছে। ভিডিয়োটি টুইট করেছেন কৈলাশ নাথ যাদব নামের এক ব্যক্তি, যিনি সমাজবাদী পার্টির সঙ্গে সম্পর্কযুক্ত। টুইট করে যাদব লিখেছেন, “নির্বাক সারস পাখিটি তার জীবনদাতা বন্ধু আরিফকে দেখে যন্ত্রণায় কিচিরমিচির করতে থাকে। কিন্তু এমনই অসহায় পরিস্থিতি যে, তাঁরা দুজনেই একে অপরকে স্পর্শ করতে পারেননি।”

ভিডিয়োতে দেখা গিয়েছে, পাখির খাঁচার বাইরেই দাঁড়িয়েছিলেন আরিফ। তাঁকে দেখা মাত্রই আনন্দে উৎফুল্ল হয়ে পাখিটি খাঁচার ভিতরেই লাফাতে থাকে। সে এতটাই বেপরোয়া হয়ে ওঠে যে, নিজের ডানাগুলি ছড়িয়ে দিয়ে খাঁচা থেকে বাইরে বেরোনোর রাস্তা খুঁজতে থাকে। আরিফও দূর থেকে পাখিটাকে ছটফট করতে দেখছিলেন।

এদিকে সারস পাখিটাকে কানপুর চিড়িয়াখানায় রাখার কয়েক দিনের মধ্যেই খবর পাওয়া যায় যে, সে খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছিল। চিড়িয়াখানার কর্মকর্তারা দাবি করেছিলেন, “আমরা আশা করছি, সব ঠিক হয়ে যাবে খুব শিগগিরই।” তাঁরা আরও জানিয়েছিলেন যে, পাখিটাকে জঙ্গলে ছেড়ে দেওয়াই আমাদের লক্ষ্য।