Optical Illusion: আপনি ঘামে ভিজছেন আর ঝমঝমে বৃষ্টিতে ভিজছে একটা ব্যাঙ, সে কোথায় বলুন তো?
Optical Illusion Today: এখানে আপনি প্রচণ্ড বৃষ্টিতে (Rain) রাতের বেলার একটা দৃশ্য দেখতে পাচ্ছেন। যা আপনার নজরে আসছে না, তা হল একটি ব্যাঙ (Frog)। সেই ব্যাঙটাকেই আপনাকে কয়েক সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে হবে। পারবেন?
Latest Optical Illusion: কী দেখছেন? যা দেখছেন, সেখানেই লুকিয়ে রয়েছে আসল জিনিসটা। তবে ফটোগ্রাফার তা এমন ভাবেই তুলেছেন, যা খুঁজতে গিয়ে আপনাকে রীতিমতো গোত্তা খেতে হয়। এর নামই তো অপটিক্যাল ইলিউশন। আপনার চোখের সঙ্গে এই ছবিগুলি এমন ভাবেই খেলবে, একটা সময়ের জন্য আপনার মনে হবে যা দেখছেন তা ভুল। সেরকমই একটা ছবির ধাঁধা হাজির হয়েছে আপনাদের সামনে। এখানে আপনি প্রচণ্ড বৃষ্টিতে (Rain) রাতের বেলার একটা দৃশ্য দেখতে পাচ্ছেন। যা আপনার নজরে আসছে না, তা হল একটি ব্যাঙ (Frog)। সেই ব্যাঙটাকেই আপনাকে কয়েক সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে হবে। পারবেন?
সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়া এই অপটিক্যল ইলিউশনের ছবিটি প্রকাশ করেছে তাদের একটি রিপোর্টে। আপনি যখন প্যাচপ্যাচে গরমে সামান্য বৃষ্টির অপেক্ষায় বসে আছেন। তখন বৃষ্টি উপভোগ করছে ব্যাঙটি। ছবিটা যদি একটু ভাল করে লক্ষ্য করেন, তাহলে দেখবেন রাস্তায় বেশ ভাল রকম জল জমেছে। আর সেখানেই জলের মধ্যে লুকিয়ে রয়েছে ব্যাঙটি।
এই ছবির ধাঁধাটি প্রাপ্তবয়স্ক এবং বাচ্চা উভয়ের জন্যই মজাদার এবং চ্যালেঞ্জিং হতে পারে। ব্যাঙটি এখানে আর্দ্র আবহাওয়া উপভোগ করছে। কিন্তু সে আপনার দৃষ্টির বাইরেই কোথায় একটা লুকিয়ে রয়েছে। জলের ফোঁটা এবং জমা জলে বুদবুদের মধ্যে আপনি কি ব্যাঙটাকে খুঁজে বের করতে পারবেন? আপনি যদি খুব কম সময়েই ব্যাঙটিকে খুঁজে পান, তাহলে বলতে হবে আপনার দৃষ্টিশক্তি সত্যিই খুব তীক্ষ্ণ।
এখনও আপনি ব্যাঙটিকে খুঁজে পেলেন না? তাহলে উত্তরটা এবার আমরাই বলে দিই। ছবির এক্কেবারে ডান দিক ঘেঁষে রয়েছে ব্যাঙটি। রাত্রিবেলা বৃষ্টির মধ্যে সে এমন ভাবেই ছবিটি তোলা হয়েছে যে, ব্যাঙটা খুব সহজে আপনার দৃষ্টি এড়িয়ে গিয়েছিল। নিচের ছবিটি দেখে নিন, তাহলে বুঝে যাবেন কোথায় রয়েছে সেই ব্যাঙটি।