Viral Video: চলন্ত স্কুটারে যুগলের মদ্যপান; সেলফি তুলতে পিছন ফিরে পোজ় মহিলার, সামনে ঘুরতেই সবশেষ…

বয়ফ্রেন্ডের সঙ্গে বিয়ার (Beer) পান করতে করতেই তাঁকে স্কুটার চালাতে দেখা গিয়েছে, যা নিয়ে নেটিজ়েনরা ওই মহিলাকে তীব্র ভর্ৎসনা করেছেন। কিন্তু তারপর যে মহিলা ও তাঁর বয়ফ্রেন্ডকে কী ভয়ঙ্কর দুর্ঘটনার (Accident) সম্মুখীন হতে হয়, তা যে কোনও বাইক বা স্কুটার চালকের কাছে উদ্বেগজনক।

Viral Video: চলন্ত স্কুটারে যুগলের মদ্যপান; সেলফি তুলতে পিছন ফিরে পোজ় মহিলার, সামনে ঘুরতেই সবশেষ...
ভয়ঙ্কর ঘটনা।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 12, 2023 | 12:09 AM

Latest Viral Video: ওঁরা রাঁধে, চুল বাঁধে, গাড়িও চালায়! কিন্তু ওঁরা ড্রাইভিং করলে তা নিয়ে এত চর্চা কেন হয়! কই পুরুষরা গাড়ি চালালে তো কেউ কিছু বলে না। মহিলাদের ড্রাইভিং নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি। তাঁরা গাড়ি চালানোর সময় সামান্য ভুল করলেই ব্যস! নেটিজ়েনরা হাসিঠাট্টা শুরু করে দিতে এক সেকেন্ডও সময় নেন না। তেমনই এক নারীর স্কুটার চালানোর ভিডিয়ো নেটপাড়ায় খুব ভাইরাল হয়েছে। যদিও তিনি স্কুটার (Scooter) চালানোর জন্য ভাইরাল হননি। বয়ফ্রেন্ডের সঙ্গে বিয়ার (Beer) পান করতে করতেই তাঁকে স্কুটার চালাতে দেখা গিয়েছে, যা নিয়ে নেটিজ়েনরা ওই মহিলাকে তীব্র ভর্ৎসনা করেছেন। কিন্তু তারপর যে মহিলা ও তাঁর বয়ফ্রেন্ডকে কী ভয়ঙ্কর দুর্ঘটনার (Accident) সম্মুখীন হতে হয়, তা যে কোনও বাইক বা স্কুটার চালকের কাছে উদ্বেগজনক।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট @momentoviral থেকে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। সেখানেই দেখে গিয়েছে, মহিলার বয়ফ্রেন্ড বিয়ারের গ্লাস নিয়ে ভিডিয়োটি রেকর্ড করছেন। আর সে সময় মহিলা স্কুটার চালাতে-চালাতে ক্যামেরার দিকে নজর ঘোরাতেই ঘটে বিপত্তি। প্রায় 20 লাখেরও বেশি মানুষ এই ভিডিয়োটি দেখেছেন।

ভাইরাল ভিডিয়োতে যানজটপূর্ণ রাস্তায় ওই মহিলাকে স্কুটার চালাতে দেখা গিয়েছে। তাঁর পিছনেই বসে ছিলেন এক যুবক। তাঁর হাতে ছিল বিয়ারের গ্লাস। খুব সম্ভবত তিনি সেই গ্লাসটি গার্লফ্রেন্ডের দিকে বাড়িয়ে দিতে যাচ্ছিলেন। সঙ্গে আবার ভিডিয়োও রেকর্ড করছিলেন তিনি। মহিলা স্কুটার চালানোর সময়ই মুখ ঘুরিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ় দিচ্ছিলেন। তারপর যখন সামনে ঘুরলেন, ততক্ষণে সবশেষ…! বাইকটি সজোরে ধাক্কা মারে একটি গাড়িতে। যুবক ও যুবতী দুজনেই দুর্ঘটনার কবলে পড়েন।

তাঁরা দুজনেই ভেবেছিলেন, চলন্ত স্কুটারে বিয়ার পানের ভিডিয়ো শুট করবেন। এ যেন তাঁদের কাছে স্টান্টের থেকে কোনও অংশে কম ছিল না। কিন্তু সামনেই যে এত বড় বিপদ ওঁত পেতে ছিল, ধারণা করতে পারেননি তাঁরা। এই ভিডিয়ো দেখার পর নেটিজ়েনরা ক্ষোভে ফুঁসছেন। একজন লিখেছেন, “এরা আসলে পাপার ডানাকাটা পরী!” আর একজন যোগ করে বলছেন, “হেলমেট নেই, বেপরোয়া ভাবে স্কুটার ড্রাইভিং, সঙ্গে আবার মদ্যপান- সমস্ত খারাপ কাজগুলো একই সঙ্গে করছিলেন তাঁরা।”