Viral Video: বানরের হাতে শাস্তি পেতে হল! ভাইরাল হওয়া ভিডিয়ো দেখে হেসে একসার নেটপাড়া…

ভিডিয়োতে দেখা যাচ্ছে যে একটা বানর তার মালিককে শাস্তি দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়োটি খুব দ্রুততার সঙ্গে ভাইরাল হচ্ছে। মানুষ এই ভিডিয়োতে প্রচুর পরিমাণে মন্তব্যও করছে।

Viral Video: বানরের হাতে শাস্তি পেতে হল! ভাইরাল হওয়া ভিডিয়ো দেখে হেসে একসার নেটপাড়া...
Follow Us:
| Edited By: | Updated on: Oct 19, 2021 | 3:11 PM

ইন্টারনেটে পশু পাখিদের ভিডিয়ো প্রতিদিন ভাইরাল হচ্ছে। এই ভিডিয়োগুলি এত মজার যে মানুষ হাসতে শুরু করলে আর নিজেদের থামাতে পারে না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। এই ভিডিয়োতে দেখা যাচ্ছে যে একটা বানর তার মালিককে শাস্তি দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়োটি খুব দ্রুততার সঙ্গে ভাইরাল হচ্ছে। মানুষ এই ভিডিয়োতে প্রচুর পরিমাণে মন্তব্যও করছে।

ভাইরাল হওয়া ভিডিয়োতে আপনি দেখতে পাবেন যে একটি বানর তার হাতে একটি তলোয়ার ধরে আছে। তার কাছে একটি মানুষ বসে আছে। যিনি বানরের হাত ধরে প্রায় তিন থেকে চারবার নিজের মাথায় তলোয়ার মারার অভ্যাস করিয়ে দিচ্ছেন। কিন্তু  শেষ পর্যন্ত যখন সে তার হাত ছেড়ে দেয়, বানর তার মাথায় তরোয়ালটা দিয়ে জোরে আঘাত করে। যা দেখলেই আপনার প্রচন্ড বেশি পরিমাণে হাসি পেয়ে যাবে।

ভিডিয়োটি দেখুন:

এই ভিডিয়োটি officialRexChapman নামে এক টুইটার ইউজার তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন। অনেক ইউজার এই ভিডিয়োতে মন্তব্যও করেছেন। একজন ইউজার লিখেছেন, ‘আমি হাসি থামাতে পারছি না।’ ভিডিয়োটি খবর হওয়ার আগে পর্যন্ত প্রায় ৮ লক্ষেরও বেশি ভিউ, ২১ হাজারেরও বেশি লাইক এবং প্রায় ৩,৫০০ টি রিটুইট পেয়েছে। এর পাশাপাশি, লোকেরা এই ভিডিয়োতে তাদের প্রতিক্রিয়াও জানাচ্ছে।

ভাইরাল হওয়া ভিডিয়োটি দেখার পর মানুষ অনেক আনন্দ পেয়েছে। বানরের আরও নানান ধরণের মজার মজার ভিডিয়ো ইন্টারনেটে পাওয়া যায়। সব রকম ভিডিয়োতেই বেশ ভাল রকমেরই ভিউ থাকে।

আরও পড়ুন: তন্দুরি রুটি বানানোর আগে তাতে দেওয়া হচ্ছে থুতু, ভাইরাল ভিডিয়োকে ঘিরে তোলপাড় নেট পাড়া, শাস্তির দাবিতে সরব নেটিজেনরা…

আরও পড়ুন: প্রধান শিক্ষকের চেয়ার নিয়ে কাড়াকাড়ি, হাতাহাতিতে জড়ালেন দুই ব্যক্তি

আরও পড়ুন: হবহু অরবিন্দ কেজরিওয়াল! চাটের দোকানের মালিককে ঘিরে চাঞ্চল্য নেটপাড়ায়…