Viral Video: নদীতে জল খেতে এসেছিল তৃষ্ণার্ত চিতা, খপাত করে ঘাড় ধরে টেনে নিয়ে গেল বিরাট কুমির, তারপর…

Viral Video Today: নদীর ধারে আরাম করে জল পান করছে তৃষ্ণার্ত চিতাটি। এমনই সময় কুমিরটা হঠাৎ করে এসে চিতাকে জলে নিয়ে যায়। কয়েক মুহূর্তের মধ্যে চিতার ঘাড় ধরে তাকে জলে নামায় কুমিরটা। এতটাই দ্রুত যে চিতাটি তা বুঝতেও পারেনি। লড়াই করার বিন্দুমাত্র সুযোগটিও পায়নি সে।

Viral Video: নদীতে জল খেতে এসেছিল তৃষ্ণার্ত চিতা, খপাত করে ঘাড় ধরে টেনে নিয়ে গেল বিরাট কুমির, তারপর...
চিতাকে কুমিরের ভয়ঙ্কর আক্রমণ।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 25, 2023 | 2:04 AM

Latest Viral Video: বাঘ আর কুমির, কখনই বন্ধু হতে পারে না! আর হবেটাই বা কী করে! দুজনের বিচরণের ক্ষেত্র সম্পূর্ণ আলাদা। একজন রাজত্ব করে চলেছে জলে, আর একজন ডাঙায়। কিন্তু তা বলে তো একে অপরের শত্রুও হতে পারে না! ভয়ঙ্কর একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে। নদীতে জল খেতে এসেছিল একটি পিপাসার্ত চিতা (Cheetah)। জল থেকে কুমিরটি (Crocodile) সব দেখছিল। হঠাৎ করেই চিতার ঘাড় ধরে সে জলে টেনে নিয়ে যায়। ব্যস! তারপর আর দেখে কে!

@TerrifyingNatur নামক একটি টুইটার অ্যাকাউন্ট থেকে প্রায়শই কিছু বিস্ময়কর ভিডিয়ো পোস্ট করা হয়। এই ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, নদীর ধারে আরাম করে জল পান করছে তৃষ্ণার্ত চিতাটি। এমনই সময় কুমিরটা হঠাৎ করে এসে চিতাকে জলে নিয়ে যায়। কয়েক মুহূর্তের মধ্যে চিতার ঘাড় ধরে তাকে জলে নামায় কুমিরটা। এতটাই দ্রুত যে চিতাটি তা বুঝতেও পারেনি। লড়াই করার বিন্দুমাত্র সুযোগটিও পায়নি সে। ঠিক সেই জায়গাতেই ছিল আরও দুটি চিতা। তারাও জল খাবে বলে অপেক্ষা করছিল। কিন্তু কুমিরার এহেন আক্রমণের ধরন দেখে, তারা আর জলে নামার সাহস দেখাতে পারেনি।

Nature is wild pic.twitter.com/gVZGiacQZu

গত 22 এপ্রিল ভিডিয়োটি টুইটারে শেয়ার করা হয়। অল্প সময়ের মধ্যেই সেই ভিডিয়োর ভিউ 1 মিলিয়ন ছাপিয়ে গিয়েছে। 26 হাজারেরও বেশি লাইক পড়েছে ভিডিয়োতে। প্রচুর মানুষ কমেন্ট করেছেন, রিটুইটও করেছেন। আর সেই সংখ্যাগুলি ক্রমান্বয়ে বেড়েই চলেছে। নেটিজ়েনরা এই ভিডিয়ো দেখার পরে নানাবিধ মন্তব্য করেছেন। কেউ বলেছেন, এই চিতাটি বাচ্চা ছিল। কেউ আবার বলেছেন, কুমিরটি ভাগ্যবান ছিল, তা না হলে ওই চিতাই তাকে তুলে নিয়ে যেত।

ওই ভিডিয়োতেই যশবন্ত গৌতম নামের এক ব্যক্তি একটি ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানে আবার দেখা গিয়েছে, জল থেকে একটি কুমিরকে মুখে করে তুলে নিয়ে যাচ্ছে একটি জাগুয়ার। তাই, চিতা বা জাগুয়ার বা বাঘও যে কুমিরকে আক্রমণ করতে পারে, তাতেও অবাক হওয়ার কিছু নেই।

টুইটার ব্যবহারকারীদের একজন লিখেছেন,  কুমির যদি কোনও প্রাণীর উপরে একবার দাঁত বসিয়ে দেয়, তাহলে তার পক্ষে বেঁচে ফেরা কঠিন। আর একজন লিখেছেন, ওই চিতাটি হয় তো মাঝনদীতে গিয়ে কুমিরের সঙ্গে প্রাণপণে লড়াই করছিল।