Viral Video: সকাল থেকে রাত পোষ্যকে স্কুটারের সামনে চাপিয়েই খাবার ডেলিভারি করেন ইনি, আদরমাখা ভিডিয়ো

Domino's Agent With Pet Dog: ডমিনোজ়ের এক ডেলিভারি এজেন্টকে দেখা গেল, পোষ্যকে সঙ্গে নিয়ে খাবার ডেলিভারি করতে। প্রতিদিন সকাল থেকে রাত এই ভাবেই তিনি স্কুটারের সামনে পোষ্যকে বসিয়ে খাবার ডেলিভারি করেন।

Viral Video: সকাল থেকে রাত পোষ্যকে স্কুটারের সামনে চাপিয়েই খাবার ডেলিভারি করেন ইনি, আদরমাখা ভিডিয়ো
এমন বন্ধু আর কে আছে!
Follow Us:
| Edited By: | Updated on: Aug 21, 2022 | 9:58 PM

Delivery Boy With Dog: বিভিন্ন সময়ে, বিভিন্ন জায়গা থেকে আপনি নিশ্চয়ই ডমিনোজ়ের (Domino’s) পিৎজ়া অর্ডার করেছেন। কিন্তু এমন একটা কিউট ডেলিভারি বয় যে আপনি পাননি, তা আমরা গ্যারান্টি দিতে পারি। না, আপনার দুয়ারে হয়তো এমন ডেলিভারি বয় (Delivery Agent) এসে কড়া নাড়েনি কখনও? সম্প্রতি ডমিনোজ়ের এক ডেলিভারি বয় ভাইরাল হয়েছেন, যিনি পিৎজ়া ডেলিভারি করতে গেলেই স্কুটারে স্নেহের পোষ্য কুকুরটিকেও (Pet Dog) বসিয়ে নিয়ে যান। যেখানে তিনি যান, স্কুটির সামনে বসে থাকে তাঁর আদরের কুকুরটি। বন্ধুকে একাকীত্বের মালুমই চলতে দেয় না ওই চারপেয়ে। ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি শেয়ার করেছেন কন্টেন্ট ক্রিয়েটর শিবাঙ্গ।

View this post on Instagram

A post shared by Shivang (@beanbag_jr)

সদ্য ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, খাবার ডেলিভারি করবেন বলে এক কাস্টমারের বাড়ির দরজায় দাঁড়িয়ে আছেন ওই ডেলিভারি বয়। সঙ্গে রয়েছে তাঁর আদরের পোষ্য কুকুরটিও। যেই খাবার ডেলিভারি করা হয়ে যায়, সঙ্গে সঙ্গে কুকুরটি তাঁর স্কুটারের সামনে গিয়ে বসে পড়ে। তারপরই তাঁদের ‘বন্ধুত্বের গাড়ি’ পাড়ি দেয় পরবর্তী গন্তব্যে। একটা বা দুটো নয়। সকাল থেকে রাত প্রত্যেকটা ডেলিভারিতেই ওই ব্যক্তিকে সঙ্গে দেয় তার পোষা কুকুর।

ভিডিয়োতে একজন বলতে শোনা গিয়েছে, “সত্যিকারের বন্ধুত্ব একেই বলে। সে কখন বাড়ি ফিরবে তাতে তার কিসসু যায় আসে না। সঙ্গীকে সুরক্ষিত রাখাই তার আসল উদ্দেশ্য। এই কিউট ডেলিভারি বয়ের নাম জ্যাক। প্রত্যেক বার ডেলিভারির সময় ও কুকুরটিকে সঙ্গে করে নিয়ে যায়। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত তিনি তাঁর পরিষেবা এবং ডেলিভারির জন্য অত্যন্ত জনপ্রিয় একজন কর্মচারী।”

এই ডেলিভারি পার্টনারদ্বয়কে দেখে নেটপাড়ার লোকজনের হৃদয় গলে গিয়েছে। ভিডিয়োটি দেখে একজন লিখলেন, “যে ভাবে ওরা স্কুটিতে বসে পড়ল, তাতে মনে হল ওরা যেন জন্ম জন্মান্তরের প্রিয়বন্ধু।” আর একজন যোগ করলেন, “এত কিউট ভিডিয়ো, এত মধুর বন্ধুত্ব আমি আগে কখনও দেখিনি।”