Viral Video: চোখে কাপড় বেঁধে স্কুটার থেকে বেপরোয়া ডিগবাজি, মেয়ের স্টান্টে নেটিজ়েনদের চক্ষু চড়কগাছ
Viral Video Today: এবার একটি মেয়েকে (Girl) দেখা গেল শাড়ি পরে স্কুটার (Scooter) থেকে ভয়ঙ্কর স্টান্ট দেখাতে, যা আপনার কপালে ভাঁজ ফেলতে পারে। সেই ভিডিয়োও ব্যাপক ভাইরাল হয়েছে।
Latest Viral Video: স্টান্ট যে কতটা ভয়ঙ্কর হতে পারে, একাধিক ভিডিয়োতে তার প্রমাণ পেয়েছি আমরা। তারপরেও মানুষ জীবনটাকে পকেটে রেখে স্টান্ট (Stunt) দেখিয়ে চলেছেন। আর সেই সব স্টান্টের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় একপ্রকার নিয়ম করেই ভাইরাল হতে থাকে। যত স্টান্টের ভিডিয়ো এই নেটপাড়ায় চাঞ্চল্য ছড়ায়, তাদের মধ্যে সবথেকে বেশি থাকে বাকি স্টান্ট। সেগুলোর বেশির ভাগেই আবার ছেলেরা অংশগ্রহণ করেন। কিন্তু এবার একটি মেয়েকে (Girl) দেখা গেল শাড়ি পরে স্কুটার (Scooter) থেকে ভয়ঙ্কর স্টান্ট দেখাতে, যা আপনার কপালে ভাঁজ ফেলতে পারে। সেই ভিডিয়োও ব্যাপক ভাইরাল হয়েছে।
স্কুটারটি চলন্ত অবস্থায় ছিল না। একটি জায়গায় ডাবল স্ট্যান্ড করে পার্কিংয়ে ছিল স্কুটারটি। আর মেয়েটি সেই স্কুটারের সিটে দাঁড়িয়ে ছিলেন। তাঁর পরনে ছিল একটি লাল শাড়ি, আর চোখ দুটো ছিল বাঁধা। এরকম অবস্থাতেই স্কুটার থেকে রাস্তায় ডিগবাজি খেতে দেখা যায় মেয়েটিকে, যা ভয়ঙ্করের থেকেও বেশি ভয়ঙ্কর। সে সময় যাঁরা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সকলেই হাঁ হয়ে মেয়েটির স্টান্ট দেখছিলেন। এমনকি, আর একটি মেয়েকে দেখা যায় তাঁর স্কুটার দাঁড় করিয়ে হাপিত্যেশ নয়নে ওই মেয়েটির স্টান্ট উপভোগ করতে।
View this post on Instagram
তবে তাঁর ল্যান্ডিংও ছিল দেখার মতো। এই নয় যে, ডিগবাজি মারতে গিয়ে তিনি পড়ে গেলেন। স্কুটার থেকে চোখ বাঁধা অবস্থাতেই উল্টো করে ঝাঁপ দিয়ে আবার সোজা হয়েই দাঁড়িয়ে গেলেন রাস্তায়। মেয়েটির এমন সাহসী স্টান্ট দেখার পরে নেটিজ়েনরা অবাক হয়ে গিয়েছেন। রিলস ভিডিয়োটি ইনস্টাগ্রামে shalugymnast নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। এই অ্যাকাউন্টটি যাঁর, তাঁর নাম শালু কিরার। তিনি আসলে একজন জিমন্যাস্ট। বিভিন্ন রিয়্যালিটি শো’তে অংশ নিয়েছেন তিনি। নেটিজ়েনদের কাছেও সুপরিচিত মুখ তাঁর।
হাতে গোনা কয়েক দিন আগেই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামে। এর মধ্যেই ভিডিয়োর ভিউ 9 লাখ 59 হাজার ছাপিয়ে গিয়েছে। নেটপাড়ার লোকজন নানাবিধ মন্তব্য করেছেন ভিডিয়োটি দেখার পরে। কেউ আবার তাঁকে পরামর্শও দিয়েছেন, এই ধরনের স্টান্ট না করার জন্য। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছিল, ‘চোখ বন্ধ করেই পাপার পরী উড়ে গেল!’ তাতে নেটিজ়েনদের একজনের সংযোজন, ‘তা-ও আবার শাড়ি পরে!’