Viral Video: চুমু খেয়ে সাপের সঙ্গে নিশিযাপন মহিলার, আদিখ্যেতা দেখে ঘুম উড়ল নেটিজ়েনদের

Viral Video Today: এক মহিলাকে দেখা গেল সাপের (Snake) সঙ্গে রীতিমতো নিশিযাপন করতে। সে এক অদ্ভুত দৃশ্য। সাপটিকে একের পর এক চুম্বন (Kissing) করে চলেছেন মহিলা। সাপটিও যেন মহিলার (Woman) আদরে চরম খুশি। তা তার ভাব ভঙ্গিমাই পরিষ্কার করে দিয়েছে।

Viral Video: চুমু খেয়ে সাপের সঙ্গে নিশিযাপন মহিলার, আদিখ্যেতা দেখে ঘুম উড়ল নেটিজ়েনদের
মহিলার সাহস দেখে অবাক নেটিজ়েনরা!
Follow Us:
| Edited By: | Updated on: Apr 26, 2023 | 12:40 AM

Latest Viral Video: এই সোশ্যাল মিডিয়ায় সাপেদের নিয়ে বিভিন্ন সময় আমরা নানারকম ভিডিয়ো দেখে থাকি। কখনও কোনও ভয়ঙ্কর সাপ তাড়া করছে, কখনও আবার সেই সাপ কারও পোষ্য। তবে যেমন ভিডিয়োই হোক না কেন, সাপ দেখলেই আমাদের ভয় লাগে! হ্যাঁ, ভিডিয়োতে দেখলেও অনেক সময় চমকে উঠি আমরা। এবার এক মহিলাকে দেখা গেল সাপের (Snake) সঙ্গে রীতিমতো নিশিযাপন করতে। সে এক অদ্ভুত দৃশ্য। সাপটিকে একের পর এক চুম্বন (Kissing) করে চলেছেন মহিলা। সাপটিও যেন মহিলার (Woman) আদরে চরম খুশি। তা তার ভাব ভঙ্গিমাই পরিষ্কার করে দিয়েছে।

ভিডিয়োতে প্রথম থেকে শেষ পর্যন্ত মহিলার মুখ ও অজগর সাপটির মুখ দেখা গেল। রাত্রিবেলা মহিলা যে তাঁর বাড়িতেই বিশ্রাম নিচ্ছিলেন, তার প্রমাণ মিলেছে ভিডিয়ো থেকেই। সাপটিকে তিনি জাপ্টে ধরে শুয়ে আছেন। অজগরের মুখে প্রথমে তিনি আলতো চুম্বন করলেন। তাতে সাপটি যেন আহ্লাদে আটখানা হয়ে তার মুখ বাড়িয়ে দিল। তারপরই মহিলা ওই অজগরটিকে আবারও চুম্বন করলেন। তখন সাপটি একবার তার হাঁ মুখ করে দেখাল।

কখনও কখনও আবার অজগর সাপটি ওই মহিলার মুখ বেয়ে এগিয়ে গেল। তাতে তিনি কাঁদো কাঁদো মুখও করলেন। কিন্তু পুরো ব্যাপারটাই যে তাঁর কাছে মজা, হাবেভাবে বুঝিয়ে দিলেন ওই মহিলা।

ইনস্টাগ্রামে Snakes Worldwide নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘কিসিং টাইম’। প্রচুর মানুষ এই ভিডিয়ো দেখেছেন, কমেন্টও করেছেন অনেকে। এই সাপটি যে একটি বল পাইথন তা কমেন্ট সেকশনে লিখেছেন অনেকে।

কেউ কেউ লিখেছেন, “সাপের সঙ্গে আদিখ্যেতা এক্কেবারে ভাল নয়।” কেউ যোগ করেছেন, “বন্য প্রাণীকে এভারের আদরের বড় খেসারত দিতে হতে পারে।” আর একজনের বক্তব্য, “আমি তো এই ভিডিয়ো দেখে ভয়ে শিউরে উঠেছিলাম।”