Viral Video: একটা শাড়ি নিয়ে দুই মহিলার মধ্যে চুলোচুলি, ভিডিয়ো ছড়িয়ে পড়ল নেটপাড়ার অলি-গলিতে

Viral Video Today: একটা শাড়ি নিয়ে দুই মহিলার মধ্যে এমনই বচসা বাঁধে যে, শেষ পর্যন্ত তা মারামারিতে পরিণত হয়। ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গিয়েছে, শাড়ি নিয়ে দোকানের ভিতরেই দুই মহিলা রীতিমতো চুলোচুলি করছেন।

Viral Video: একটা শাড়ি নিয়ে দুই মহিলার মধ্যে চুলোচুলি, ভিডিয়ো ছড়িয়ে পড়ল নেটপাড়ার অলি-গলিতে
শাড়ি নিয়ে এমন মারামারি সত্যি ভাবাই যায় না!
Follow Us:
| Edited By: | Updated on: Apr 24, 2023 | 2:46 PM

Latest Viral Video: সিল্কের শাড়ির জন্য বিখ্যাত বেঙ্গালুরু (Bangalore)। সেখানেই মল্লেশ্বরমের মহীশূর সিল্কের (Mysore Silk) বার্ষিক সেলের অনুষ্ঠান যেন রণক্ষেত্রের চেহারা নিল। একটা শাড়ি নিয়ে দুই মহিলার মধ্যে এমনই বচসা বাঁধে যে, শেষ পর্যন্ত তা মারামারিতে পরিণত হয়। ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গিয়েছে, শাড়ি নিয়ে দোকানের ভিতরেই দুই মহিলা রীতিমতো চুলোচুলি করছেন।

আর বৈদ্য নামের এক ব্যক্তি টুইটারে ভিডিয়োটি শেয়ার করেছেন। ভিড়ে ঠাসা সেই দোকান। মহিলারা এক-এক করে তাঁদের শাড়ি সংগ্রহ করছেন। তাঁদেরই মধ্যে একজন আর একজনের মাথায় আঘাত করতে শুরু করলেন হাতে করে। মার খাওয়ার পর অপর জনও পাল্টা মারতে শুরু করে দিলেন। তবে তার আগে তাঁদের মধ্যে তীব্র তর্কাতর্কিও হয়। নিরাপত্তারক্ষীরা ওই দুই মহিলাকে একে অপরের থেকে ছাড়ানোর চেষ্টা করে। কিন্তু ওই দুই মহিলাকে যেন কোনও মতেই ছাড়ানো যাচ্ছিল না।

ইন্টারনেটে এই ভাইরাল ভিডিয়োটি যেন কয়েক মুহূর্তের মধ্যে ঝড় তুলতে সৃষ্টি করেছে। ভিডিয়োটি দেখা মাত্রই অনেকে শেয়ারও করে দিয়েছেন। একজন লিখছেন, “আমি তাঁদের খুব পছন্দ করি, যাঁরা শপিং করার সময় মুখটা ঘুরিয়েও দেখেন না যে চারিদিকে কী ঘটছে। হট্টগোল থেকেই সবসময় ঝামেলার সূত্রপাত হয়।”

আর একজন টুইটার ব্যবহারকারী যোগ করলেন, “এ দেশে মানুষ জমি, টাকা আর শাড়ির জন্য মারপিট করেন।” প্রসঙ্গত, মল্লেশ্বরমে গুচ্ছের শাড়ির দোকান রয়েছে। তাদের মধ্যে বেশির ভাগ দোকানেই বছরে অন্তত একবার ব্যাপক ছাড় দেওয়া হয়। বেঙ্গালুরু তো বটেই, আরও বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে এসে ভিড় জমান।