Viral Video: সাপকে জড়িয়ে ধরে চুমু খেলেন মহিলা, ভিডিয়ো দেখে হতবাক নেটপাড়া…

সাপ এবং মহিলার এই অদ্ভুত ভিডিয়োটি ইনস্টাগ্রামে royal_pythons_ নামে একটি অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে। ইউজার এটির ক্যাপশন দিয়েছেন 'আমি আমার সাপকে অনেক ভালবাসি।'

Viral Video: সাপকে জড়িয়ে ধরে চুমু খেলেন মহিলা, ভিডিয়ো দেখে হতবাক নেটপাড়া...
Follow Us:
| Edited By: | Updated on: Nov 02, 2021 | 3:06 PM

সাপকে দেখলে অজ্ঞান হয়ে যায় এমন মানুষের সংখ্যা খুব একটা কম না। সাপ দেখে শুধু মানুষই নয়, বন্য প্রাণীরাও বেশ কিছু সময় ভয় পেয়ে যায়। কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়ায় একটি ক্লিপ ঘুরছে যেখানে অদ্ভুত কাণ্ড চোখে ধরা দেয়। ভাইরাল হওয়া এই ভিডিয়োতে দেখা যাচ্ছে একটা সাপ যেন বিড়াল ছানার মতোই পোষ মেনে বসে আছে।

ভিডিয়োটি একটি সাপ এবং একজন মহিলার যা আপনাকে অবাক করবে। ভিডিয়োতে দেখা যাচ্ছে যে সাপটি মহিলার মুখের ওপর একদম শুয়েই আছে প্রায়। আর মহিলাটি কী করছেন? অজ্ঞান নয়, ভয় পাওয়া নয়, বরং তাকে জড়িয়ে চুমু খাচ্ছেন। আর একবার নয়, ব্যাপারটা ক্রমাগত বেশ কয়েকবার ঘটেছে। একটা সময় তো দেখে মনে হতেই পারে যে সাপটিই এক্ষেত্রে ভিক্টিম।

ভিডিয়োটি দেখুন:

সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই কোনও না কোনও প্রাণীর ভিডিয়ো ভাইরাল হয়। বিশেষ করে, সাপের ভিডিয়োগুলো কখনও কখনও এত আকর্ষণীয় হয় যে বারবার দেখার ইচ্ছে হয়। কিন্তু অবাক করার মতো অনেক ভিডিয়ো আছে। এখন ভাইরাল হওয়া এই ভিডিয়োটি অন্য রকমের। সাপটিকে জড়িয়ে মহিলা চুমু খাচ্ছে আর সাপটি আক্রমণও করছে না।

সাপ এবং মহিলার এই অদ্ভুত ভিডিয়োটি ইনস্টাগ্রামে royal_pythons_ নামে একটি অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে। ইউজার এটির ক্যাপশন দিয়েছেন ‘আমি আমার সাপকে অনেক ভালবাসি।’ ভিডিয়ো দেখলেই সেটা বোঝা যায় যদিও। এটি ইনস্টাগ্রামে পোস্ট করার পর থেকে ৫,০০০-এরও বেশি মানুষ লাইক করেছেন। এই সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে।

আরও পড়ুন: Viral Video: কলকাতার রাস্তায় এক পুরুষ শাড়ি এবং টিপ পরে ঘুরে বেড়াচ্ছে কারুর তোয়াক্কা না করেই, সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল…

আরও পড়ুন: Viral Video: নিজের মাকে কনের সাজে দেখে বাচ্চা মেয়ে কী এমন মন্তব্য করল যে ইন্টারনেটে শোরগোল পড়ে গেল?

আরও পড়ুন: Viral Video: দোকানে বানানো ‘ফায়ার মোমো’-কে ঘিরে শোরগোল নেটপাড়ায়, অনেকেই পছন্দ করেছেন, অনেকেই করেন নি, আপনার কী মত?