Viral Video: এটা কি সত্যিই সোনার গাছ? অবাক করবে 800 বছরের পুরনো এই ‘গোল্ডেন ট্রি’

Latest Viral Video: ভিডিয়োটি @gunsnrosesgirl3 নামের আইডি দিয়ে এক্স-এ শেয়ার করা হয়েছে। মাত্র 10 সেকেন্ডের এই ভিডিয়োটি এখনও পর্যন্ত 3 লাখ 87 হাজারের বেশি বার ভিউ হয়েছে, যেখানে 8 হাজারের বেশি মানুষ ভিডিয়োটিতে লাইক দিয়েছেন। প্রচুর মানুষ ভিডিয়োটিতে কমেন্ট করেছেন।

Viral Video: এটা কি সত্যিই সোনার গাছ? অবাক করবে 800 বছরের পুরনো এই 'গোল্ডেন ট্রি'
Follow Us:
| Edited By: | Updated on: Dec 06, 2023 | 2:10 PM

পৃথিবীতে এমন অনেক গাছপালা রয়েছে যেগুলি সম্পর্কে খুব কম মানুষই জানে। একটা সময় ছিল যখন পৃথিবীতে সব জায়গায় শুধু গাছই দেখা যেত, কিন্তু এখন তাদের সংখ্যা ক্রমশ কমছে। বন পরিষ্কার করা হচ্ছে এবং তাদের জায়গায় শহর তৈরি করা হচ্ছে। কিন্তু এমনও একটি গাছ এখনও রয়েছে, যা কি না 800 বছরের পুরনো। এই গাছটি দেখতে সোনার মতো হলুদ। এই গাছের নাম ‘জিঙ্কগো ট্রি’ , যা দক্ষিণ কোরিয়ার বাংয়ে-রি গ্রামে রয়েছে। মনে করা হয়, এই গাছটি 800 বছরের পুরনো। এই গাছের সৌন্দর্যই মানুষকে টানতে বাধ্য। প্রায়ই এই গ্রামে পর্যটকদের ভিড় থাকে এবং তাও শুধু একটি গাছ দেখার জন্য। এই গাছের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়োয় গাছটি আপনার নজর কাড়তে বাধ্য। বিরাট একটি গাছ। চারিদিকটা পাহাড়ে ঘেরা। আর মাঝে সোনার মতো হলুদ রঙের গাছটি দাঁড়িয়ে রয়েছে। ভিডিয়োটি @gunsnrosesgirl3 নামের আইডি দিয়ে এক্স-এ শেয়ার করা হয়েছে। মাত্র 10 সেকেন্ডের এই ভিডিয়োটি এখনও পর্যন্ত 3 লাখ 87 হাজারের বেশি বার ভিউ হয়েছে, যেখানে 8 হাজারের বেশি মানুষ ভিডিয়োটিতে লাইক দিয়েছেন। প্রচুর মানুষ ভিডিয়োটিতে কমেন্ট করেছেন।

কিছু ব্যবহারকারীর মতে, ‘জিঙ্কগো ট্রি’ই একমাত্র গাছ নয় যেটি শত শত বছরের পুরনো, তবে চিনের একটি বৌদ্ধ মন্দিরেও একই রকম একটি গাছ রয়েছে, যেটি 1400 বছরের পুরনো বলে জানা গিয়েছে। ‘জিঙ্কগো ট্রি’-এর ইতিহাস অনেক পুরনো। কিছু লোক বিশ্বাস করেন, এই গাছগুলি ডাইনোসরের সময় থেকেই পৃথিবীতে রয়েছে। এই গাছের সোনার মতো পাতা চিনে ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়।