Viral Video: বরফের পাহাড়ে খালি গায়ে আইস ডাইভিং, এই ব্যক্তির সাহস দেখে কেঁপে উঠবে বুক!

Latest Viral Video: এই ভিডিয়োটি 45 লাখেরও বেশি ভিউ পেয়েছে। এ নিয়ে নেটিজেনরাও বিভিন্ন মন্তব্য করছেন। এক ব্যক্তি লিখেছেন, "আমি এটাই বুঝতে পারছি না, আদতেই এমনটা হচ্ছে নাকি শুধু মাত্র ভিএফএক্স (VFX)।" আরও এক ব্যক্তি কমেন্ট করেছেন, "তিনি যে কাজটা করলেন তা বিপজ্জনক। তার কারণ এই ঠান্ডায় তিনি অসুস্থ হয়ে যেতে পারেন।"

Viral Video: বরফের পাহাড়ে খালি গায়ে আইস ডাইভিং, এই ব্যক্তির সাহস দেখে কেঁপে উঠবে বুক!
Follow Us:
| Edited By: | Updated on: Dec 05, 2023 | 3:33 PM

তুষারময় পাহাড়, আর হঠাৎই এক ব্যক্তি ঝাঁপ দিলেন খাদে। চারিদিকে সাদা বরফের চাদরে ঢাকা। জল বলতে শুধু একটু খাদে। শুনেই কেমন কেঁপে উঠলেন তাই না? শীতকালে জল বা বরফের নাম শুনলেই কাঁপুনি লাগে। তবে সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তিকে চারিদিকে বরফের চাদরে ঢাকা অবস্থায় কোনও জামা ছাড়াই পাহাড়ের মাঝে বরফের জলে ঝাঁপ দিতে দেখা গিয়েছে। আর তা দেখে হতবাক অধিকাংশ নেটিজ়েন। তবে এই ভিডিয়োটি দেখার পর আপনিও বলবেন এটা আসলেই ঘটছে? এককথায় নিজের চোখকে বিশ্বাস করা একটু কঠিনই হবে। ভিডিয়োটিতে ঠিক কী দেখা যাচ্ছে? দেখে নিন…

@Enezator নামের একটি অ্যাকাউন্ট থেকে X-এ এই অবাক করা ভিডিয়ো শেয়ার করা হয়েছে। এই ভিডিয়োতে আপনি দেখতে পাচ্ছেন যে, একজন ব্যক্তি শুধুমাত্র কালো রঙের প্যান্ট পরে আছে এবং তা ছাড়া তার শরীরে কোনও কাপড় নেই। শুধু তাই নয়, এই ব্যক্তির হাতে দুটি বড় কুঠার রয়েছে। লাফানোর সময় খুব জোড়ে চিৎকার করে ওই ব্যক্তি। তারপরেই লাফ দিয়ে দেন জলে। ভিডিয়োতেই পরিষ্কার দেখতে পাবেন, ঠিক কতটা নিচে সেই ব্যক্তি লাফ দিলেন।

পাহাড় থেকে বরফের জলে ঝাঁপ দেওয়া এই ব্যক্তির ভিডিয়োটি টুইটারে ক্রমশ ভাইরাল হচ্ছে এবং এই ভিডিয়োটি 45 লাখেরও বেশি ভিউ পেয়েছে। এ নিয়ে নেটিজেনরাও বিভিন্ন মন্তব্য করছেন। এক ব্যক্তি লিখেছেন, “আমি এটাই বুঝতে পারছি না, আদতেই এমনটা হচ্ছে নাকি শুধু মাত্র ভিএফএক্স (VFX)।” আরও এক ব্যক্তি কমেন্ট করেছেন, “তিনি যে কাজটা করলেন তা বিপজ্জনক। তার কারণ এই ঠান্ডায় তিনি অসুস্থ হয়ে যেতে পারেন।”