Viral Video: প্রকাণ্ড চেহারার ষাঁড়কে গাড়ির এক পাশে ঢুকিয়ে কপাল পুড়ল এক ব্যক্তির, মজাদার ভিডিয়ো ভাইরাল
Latest Viral Video: ভাইরাল ক্লিপে দেখা যাচ্ছে, একটি সাদা কালো ষাঁড় ওই ব্যক্তির সঙ্গে যাত্রীর সিটে বসে যাচ্ছে। তার বিরাট চেহারার কারণে সে অনেকটাই বেরিয়ে গিয়েছে গাড়ি থেকে।
![Viral Video: প্রকাণ্ড চেহারার ষাঁড়কে গাড়ির এক পাশে ঢুকিয়ে কপাল পুড়ল এক ব্যক্তির, মজাদার ভিডিয়ো ভাইরাল Viral Video: প্রকাণ্ড চেহারার ষাঁড়কে গাড়ির এক পাশে ঢুকিয়ে কপাল পুড়ল এক ব্যক্তির, মজাদার ভিডিয়ো ভাইরাল](https://images.tv9bangla.com/wp-content/uploads/2023/09/bull.jpg?w=1280)
Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই কোনও না কোনও ভিডিয়ো ভাইরাল হয়। তার মধ্যে এমন কিছু ভিডিয়ো চোখে পড়ে, যা দেখে চোখ কপালে ওঠা ছাড়া আর কোনও উপায় থাকে না। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে এক ব্যক্তিকে এমন একটি কাজ করতে দেখা যাচ্ছে, যা দেখে আপনি চমকে উঠবেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে একজন ব্যক্তিকে একটি গাড়িতে করে একটি বিশাল ষাঁড় নিয়ে যেতে দেখা যায়। ষাঁড়টি যাত্রীর সিটে বসে আছে।
রাস্তায় এ দৃশ্য দেখে এক ব্যক্তি অভিযোগ করেন। এরপরই পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল 10টার দিকে নরফোক পুলিশ বিভাগের কর্মকর্তারা একটি কল পান। পুলিশকে বলা হয়েছিল যে, 275 নম্বর হাইওয়েতে একজন লোক একটি ষাঁড় নিয়ে গাড়ি চালাচ্ছে। গাড়িটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে ষাঁড়টি এতে ঠিকভাবে ফিট হতে পারে। তারপরে সেই গাড়িটিকে আটকানো হয়। পুলিশ ক্যাপ্টেন চাদ রেইম্যান বলেছেন, “আমরা ভেবেছিলাম এটি একটি বাছুর, ছোট কিছু বা এমন কিছু, যা আসলে গাড়ির ভিতরে ফিট হতে পারে।”
Howdy Doody Goedemorgen 😃🙋🏼♂️
Is het al breng je huisdier mee naar werk-dag? Helemaal vergeten!😁 pic.twitter.com/02gBLJuX9k
— Dean Relax (@indeanrelax) August 31, 2023
ভাইরাল ক্লিপে দেখা যাচ্ছে, একটি সাদা কালো ষাঁড় ওই ব্যক্তির সঙ্গে যাত্রীর সিটে বসে যাচ্ছে। তার বিরাট চেহারার কারণে সে অনেকটাই বেরিয়ে গিয়েছে গাড়ি থেকে। গাড়িতে যাত্রীর পাশের জানালাও নেই। গাড়ির বাইরে ষাঁড়ের বড় শিং দেখা যাচ্ছে।পুলিশ গাড়ির মালিককে পশুটিকে বাড়িতে নিয়ে যেতে বলে। ভাইরাল হওয়া ভিডিয়োটিতে এখনও পর্যন্ত প্রচুর লাইক আর শেয়ার করেছেন। অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিয়োয়।
![জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন... জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Neem-Karoli-baba-says-when-people-realize-many-truths-of-life.jpg?w=670&ar=16:9)
![ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল! ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল!](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/List-of-7-Animals-believed-to-bring-good-luck-.jpg?w=670&ar=16:9)
![পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির 'মিসিং' একাদশ পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির 'মিসিং' একাদশ](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/list-of-11-cricketer-who-going-to-miss-ICC-Champions-trophy-2025-.jpg?w=670&ar=16:9)
![কাঁচা অ্যালোভেরা খান? শরীরে কী প্রভাব পড়ছে জানলে চমকে যাবেন কাঁচা অ্যালোভেরা খান? শরীরে কী প্রভাব পড়ছে জানলে চমকে যাবেন](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Know-the-raw-aloe-vera-benefits-for-health.jpg?w=670&ar=16:9)
![কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/liquor-lead.jpg?w=670&ar=16:9)
![৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই ৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Untitled-design-3.jpg?w=670&ar=16:9)