Viral Video: পাহাড়ের খাদে দড়ির উপর এক পায়ে দাঁড়িয়ে ফুটবল খেলছেন ইনি, বুকে দম থাকলে তবেই দেখুন
Latest Viral Video: চাঞ্চল্যকর এই ভিডিয়োটি স্ল্যাকটিভিটি নামের একটি আইডি দিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে, যা এখন পর্যন্ত 1.5 মিলিয়ন বার দেখা হয়েছে। আর 62 হাজারের বেশি মানুষ ভিডিয়োটি লাইকও করেছেন।
Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য অনেকেই অনেক রকমের স্টান্ট করে। নিজের জীবনের পরোয়া না করে। এমন সব বিপজ্জনক জায়গা খুঁজে বের করে, যা দেখে অবাক করা ছাড়া আর কোনও উপায় থাকে না। আপনি নিশ্চয়ই দেখেছেন যে কিছু লোক স্টান্ট করার জন্য উঁচু পাহাড় থেকে লাফ দেয়। যদিও তার সঙ্গে একটি প্যারাসুট থাকে, যাতে তিনি মাটিতে আঁচড়ে না পড়েন। তবে তাতেও ঝুঁকি রয়েছে। এ ছাড়া আপনি নিশ্চয়ই কিছু লোককে উঁচু জায়গায় দড়ি বেঁধে হাঁটতে দেখেছেন। কিন্তু কখনও কি কাউকে দড়ির ওপর দিয়ে হাঁটতে দেখেছেন? এমনই একটি ভিডিয়ো আজকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যা দেখে আপনার চোখ কপালে উঠতে বাধ্য।
এই ভিডিয়োতে একজন ব্যক্তি এত উঁচু পাহাড়ের মাঝখানে দড়ি বেঁধে ফুটবল খেলছেন, যা দেখলে যে কারও অবস্থা খারাপ হয়ে যাবে। এই ব্যক্তিটি এত উচ্চতায় দড়ির উপর হাঁটছেন, তা দেখে চমকে উঠবেন। এমনকি তিনি এক পায়ে ফুটবল স্টান্ট করছেন। ব্যক্তিটি কতটা বিপজ্জনক অবস্থায় রয়েছে, তা আপনি ভিডিয়োটি দেখলেই বুঝতে পারবেন।
View this post on Instagram
চাঞ্চল্যকর এই ভিডিয়োটি স্ল্যাকটিভিটি নামের একটি আইডি দিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে, যা এখন পর্যন্ত 1.5 মিলিয়ন বার দেখা হয়েছে। আর 62 হাজারের বেশি মানুষ ভিডিয়োটি লাইকও করেছেন। কেউ বলেছেন, “এভাবে জীবনের ঝুঁকি নিয়ে সান্ট না করাই ভাল।” আর এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “কিছু লোককে উঁচু জায়গায় দড়ি বেঁধে হাঁটতে দেখা যায়। কিন্তু এখানেই সেটাও নেই। উনি একটু ব্যালেন্স হারালেই পড়ে যাবেন।”