Viral Video: ঠায় দাঁড়িয়ে যাত্রীরা, বিস্কুটের প্যাকেট নিয়ে বাসের উইন্ডো সিট দখল করল হনুমান
Latest Viral Video: এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ শেয়ার করেছেন @NanuVokkaliga নামের একজন ব্যবহারকারী। এখনও পর্যন্ত শত শত মানুষ এটি দেখেছেন এবং কমেন্ট করেছেন। প্রচুর মানুষ ভিডিয়োটি লাইক করেছেন।
ভিড় বাস, মানুষকে কোনও রকমে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এক কথায় দাঁড়ানোর জায়গাটাও ঠিক মতো নেই। কিন্তু তারই মধ্যে দিব্য়ি বিস্কুটের প্য়াকেট নিয়ে জানলার ধারে সিট দখল করেছে একটি হনুমান। আর তাকে বিরক্ত করার পরিবর্তে মানুষ তাকে বসতে দিয়েছে। না কোনও গল্প কথা নয়। এমনটা সত্যিই হয়েছে। আর সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রায় প্রতিদিনই অনেক ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তার মধ্যেই এমন কিছু ভিডিয়ো থাকে, যা দেখে চোখ ফেরানো দায় হয়ে যায়। এটি তেমনই একটি ভিডিয়ো। আপনার মন ভাল করে দেবে।
মজাদার এই ভিডিয়োটিতে কী দেখা যাচ্ছে? ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি হনুমান আরামে বাসের সিটে বসে রয়েছে। তাও আবার জানলান ধারের সিট, যার দিকে প্রায় প্রতিটি মানুষের নজর থাকে। আশ্চর্যের বিষয় হল, খোলা জানালার দিকে হনুমানটি যেভাবে বসে রয়েছে, তাকে দেখে মনে হচ্ছে সে যথাযথ সিট বুকিং করে রেখেছে। শুধু তাই নয়, সঙ্গে রয়েছে একটি বিস্কুটের প্যাকেটও। এই ভিডিয়োটি ভাইরাল হতে অনেকে কমেন্ট করেছে, ভিডিয়োটি কর্ণাটকের এবং বাসটি কর্ণাটক সরকারের (KSRTC)।
ಕಾಂಗ್ರೆಸ್ ಸರ್ಕಾರದಲ್ಲಿ ಮಹಿಳೆಯರಿಗೆ ಬಸ್ ಪ್ರೀ ಅಂದಿದ್ದರ ಪರಿಣಾಮ ಹಾವೇರಿ To ಹಿರೇಕೆರೂರಿಗೆ 30 KM ಬಸ್ನಲ್ಲಿ ಪ್ರಯಾಣ ಮಾಡಿದ ಕೋತಿ. ಟಿಕೆಟ್ ತಗೋ ಅಂದ್ರೆ ನಾನೂ ಹೆಣ್ಣು ಅಂತಂತೆ..!! ಆಧಾರ್ ಕಾರ್ಡ್ ಎಲ್ಲಿ ಅಂದ್ರೆ ಮರದ ಮೇಲಿದೆ ಅಂತಂತೆ..!! ಏನೇ ಮಂಗನಿಂದ ಮಾನವ ಅಲ್ಲವೇ ?#Congress #Shakthi #freebus #gurenartes pic.twitter.com/qHyMzt1PoB
— ಒಕ್ಕಲಿಗ ( Okkaliga ) (@NanuVokkaliga) October 4, 2023
এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ শেয়ার করেছেন @NanuVokkaliga নামের একজন ব্যবহারকারী। এখনও পর্যন্ত শত শত মানুষ এটি দেখেছেন এবং কমেন্ট করেছেন। প্রচুর মানুষ ভিডিয়োটি লাইক করেছেন। এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “এটা দেখেই সবথেকে বেশি ভাল লেগেছে যে, তাকে বাস থেকে নামিয়ে দেওয়া বা বের করে দেওয়া হয়নি। পৃথিবীতে এখনও অনেক ভাল মানুষ আছে। আর তাই হয়তো পৃথিবীটা এত সুন্দর।”