Viral Video: কুস্তির মেজাজে দুই কুমির, একেবারে রক্তারক্তি কাণ্ড; ভাইরাল ভিডিয়ো বেশ ভয়ানক!

Latest Viral Video: ভিডিয়োটিতে একটি কুমির আরেকটি কুমিরকে আক্রমণ করতে দেখা যাচ্ছে। এর আগে হয়তো কখনও এমন ভিডিয়ো সামনে আসেনি। দু'টি কুমির একে অপরের সঙ্গে যেভাবে লড়াই করছে, তা দেখে চোখ কপালে উঠতে বাধ্য নেটিজ়েনদের।

Viral Video: কুস্তির মেজাজে দুই কুমির, একেবারে রক্তারক্তি কাণ্ড; ভাইরাল ভিডিয়ো বেশ ভয়ানক!
Follow Us:
| Edited By: | Updated on: Aug 18, 2023 | 7:55 PM

Viral Video Today: কুমিরকে জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী বললে, ভুল কিছু বলা হবে না। বড় বড় শিকারী প্রাণীরা তার কাছে হিমশিম খায়। জলের নিচে থাকা এই প্রাণীর সঙ্গে পাল্লা দেওয়া সহজ নয়। বহুবার পুকুরে জল খেতে আসার সময় কুমিরের সঙ্গে অন্যান্য প্রাণীদের আক্রমণের ভিডিয়ো ভাইরাল হয়েছে। কখনও হরিণ, আবার কখনও মহিষ। তবে এবার এমন একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে আপনি শিউরে উঠবেন। ভিডিয়োটিতে একটি কুমির আরেকটি কুমিরকে আক্রমণ করতে দেখা যাচ্ছে। এর আগে হয়তো কখনও এমন ভিডিয়ো সামনে আসেনি। দু’টি কুমির একে অপরের সঙ্গে যেভাবে লড়াই করছে, তা দেখে চোখ কপালে উঠতে বাধ্য নেটিজ়েনদের।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়োতে উভয় কুমিরকে একে অপরকে আক্রমণ করতে দেখা যাচ্ছে। মনে হচ্ছে দুজনেই যেন একে অপরকে মেরে ফেলবে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, দু’টি কুমির একে অপরকে কামড়ে ধরেছে। কেউ কাউকে ছাড়তে নারাজ। আর শুধু তাই নয়, একে অপরকে আক্রমণ করে উল্টে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। কখনও মুখ কামড়ে ধরছে, আবার কখনও লেজ। এভাবে একে অপরকে আক্রমণ করতে থাকে। বেশ কিছুক্ষণ এভাবে চলতে থাকার পরে দু’জন একে অপরকে ছেড়ে দেয়।

ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত প্রচুর লাইক আর শেয়ার হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “এতদিন অন্য প্রাণীর সঙ্গে কুমিরের লড়াই ভাইরাল হত। এবার তারা নিজেরাই লড়াই শুরু করেছে।” আর এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “ভিডিয়োটি দেখে হতবাক হওয়ার মতোই।”