পাহাড় চূড়ায় প্রেমের প্রস্তাব, ‘হ্যাঁ’ বলার পরই ঘটল মারাত্মক দুর্ঘটনা, তারপর…

এই ঘটনা ঘটেছে অস্ট্রিয়ার ক্যারিনথিয়ায়।

পাহাড় চূড়ায় প্রেমের প্রস্তাব, 'হ্যাঁ' বলার পরই ঘটল মারাত্মক দুর্ঘটনা, তারপর...
ছবি প্রতীকী
Follow Us:
| Updated on: Jan 02, 2021 | 11:38 AM

পাহাড়ে চড়ে বান্ধবীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন প্রেমিক। রাজি হয়ে হ্যাঁ-ও বলেছিলেন প্রেমিকা। তারপরেই ঘটেছিল মারাত্মক ঘটনা। টাল সামলাতে না পেরে ৬৫০ ফুট ক্লিফ থেকে সটান নীচে পড়ে যান ওই মহিলা। প্রেমিকাকে আটকানোর চেষ্টা করেছিলেন যুবক। তবে নিজেও বেসামাল হয়ে পড়ে যান।

তবে এ যাত্রায় ওই জুটির বরাত খুবই ভাল। অত উঁচু থেকে পড়ে গিয়েও প্রাণে বেঁচে গিয়েছেন তাঁরা। এই ঘটনা ঘটেছে অস্ট্রিয়ার ক্যারিনথিয়ায়। বছর ২৭-এর এক যুবক তাঁর ৩২ বছরের বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ট্রেক করে পাহাড় চূড়ায় ওঠার পর। তারপরই ঘটে বিপত্তি। গত ২৭ ডিসেম্বর ফলকার্ট পাহাড়ে ঘটেছিল এই ঘটনা। জানা গিয়েছে, এই ঘটনার একদিন আগেই ট্রেক শেষ করেছিলেন ওই জুটি।

৬৫০ ফুট উপর থেকে নীচে পড়লেও সে সময় তুষারপাত হওয়ায় নীচে ছিল বরফের পুরু আস্তরণ। তার উপরেই পড়েন মহিলা। পুরু বরফের আবরণ থাকার কারণেই এ যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। নাহলে সাংঘাতিক বিপদ ঘটত। মহিলার পরিণতি হয় মর্মান্তিক। অন্যদিকে এই মহিলার জুড়িদারও বেসামাল হয়ে প্রায় ৫০ ফুট পড়ে যান। তবে কোনওমতে ক্লিফের একটা কোণা ধরে সে যাত্রায় আটকে যান তিনি। এরপর ওই ঝুলন্ত অবস্থা থেকে যুবককে হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করা হয়।

আর মহিলা নীচে অচৈতন্য অবস্থায় পড়েছিলেন। পথচলতি এক ব্যক্তি তাঁকে ওভাবে পড়ে থাকতে দেখে হাসপাতালে খবর দেন। এরপর তাঁকে উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে তুলে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে আসে পুলিশ। চিকিৎসকরা জানিয়েছেন, দু’জনেরই ভাগ্য সহায় ছিল বলে এত বড় দুর্ঘটনার পরও তাঁরা রক্ষা পেয়েছেন। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই জুটি। জানা গিয়েছে, শিরদাঁড়ায় চোট পেয়েছেন ওই যুবক।