‘ও বেটা জি, ও বাবু জি’ গানে জমিয়ে নাচ মার্কিন বাবা-ছেলের, দেখুন ভাইরাল ভিডিও

১৯৫১ সালে রিলিজ হওয়া 'আলবেলা' ছবির গান হল 'কিসমত কি হাওয়া কভি নরম কভি গরম'।

'ও বেটা জি, ও বাবু জি' গানে জমিয়ে নাচ মার্কিন বাবা-ছেলের, দেখুন ভাইরাল ভিডিও
কেবল দেশে নয়, 'ও বেটা জি'-র ম্যাজিক ছড়িয়েছে সাগর পাড়েও।
Follow Us:
| Updated on: Jan 04, 2021 | 6:44 PM

‘ও বেটা জি, ও বাবু জি’…

নেটফ্লিক্সে অনুরাগ বসুর নতুন ছবি ‘লুডো’ রিলিজ হওয়ার পর থেকেই জনপ্রিয় হয়েছে এই গান। ১৯৫১ সালে রিলিজ হওয়া ‘আলবেলা’ ছবির গান হল ‘কিসমত কি হাওয়া কভি নরম কভি গরম’। নিজের নতুন ছবিতে এই গান একদম পুরনো ভারসানেই ব্যবহার করেছেন পরিচালক অনুরাগ বসু। সঙ্গে রয়েছে পঙ্কজ ত্রিপাঠীর মজাদার স্ক্রিন প্রেজেন্স। সবমিলিয়ে নতুন ভারসানের সঙ্গে সঙ্গে গত কয়েক মাসে ইউটিউবে ভিউ বেড়েছে পুরনো গানেরও।

View this post on Instagram

A post shared by Ricky L. Pond (@ricky.pond)

কেবল দেশে নয়, ‘ও বেটা জি’-র ম্যাজিক ছড়িয়েছে সাগর পাড়েও। এই গানের সঙ্গে জমিয়ে নাচ করেছেন এক মার্কিন বাবা এবং ছেলে। ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন সেই ছবি। রিকি এল পন্ড নামের এক ব্যক্তি তাঁর ছেলের সঙ্গে এই গানে নাচ করেছেন। ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রাম। নিমেষে সেই ভিডিও হয়েছে ভাইরাল। বাবা-ছেলের নাচের নিখুঁত স্টেপ দেখে মুগ্ধ নেটিজেনরা। তবে এটাই প্রথম নয়। রিকির নাচ এর আগেও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। হৃতিক রোশনের ছবি ‘ওয়ার’-এর বিখ্যাত গান ‘ঘুঙরু’-র সঙ্গেও দেদার নেচেছিলেন রিকি। সেই সময় থেকেই নেট দুনিয়ার নজরে আসেন তিনি। তারপর ক্রমশ বাড়তে থাকে জনপ্রিয়তা।

‘ও বেটা জি’ গানে রিকি এবং তাঁর ছেলের নাচের স্টেপ দেখে এটা স্পষ্ট যে নাচের প্যাশন রয়েছে বাবা ছেলে দু’জনেরই। সেই সঙ্গে বাবা-ছেলের এনার্জিও প্রচুর। লাফিয়ে ঝাঁপিয়ে নেচে দর্শকদের মন জয় করেছেন তাঁরা। ইনস্টাগ্রাম পোস্টে ক্রমাগত বাড়ছে লাইক। কমেন্ট বক্সে জড়ো হয়েছে মজার কমেন্টও।