Viral Video: ‘আমরা লজ্জিত হতে যাবো কেন?’ মেট্রোয় খুল্লমখুল্লা রোম্যান্স নিয়ে যুগলকে খোঁটা দিয়ে মিলল জবাব
Viral Video Today: সেই দিল্লি মেট্রোতেই এবার দেখা গেল এক যুগলকে (Couple) প্রতিবাদ করতে। কীসের প্রতিবাদ? ওই যুগলে একটু ঘনিষ্ঠ অবস্থাতেই দাঁড়িয়েছিলেন মেট্রোতে। তা দেখে পাশে বসে থাকা কিছু মহিলা প্রতিবাদ জানাচ্ছিলেন। সেই তাঁদের প্রতিই ক্ষোভ প্রকাশ করলেন যুগলে।
Latest Viral Video: দিল্লি মেট্রোতে আজকাল মানুষ যত না ভ্রমণ করেন, তার থেকেও বেশি যাত্রীদের কে, কী করছেন, তার দিকে নজর রাখেন। প্রতিদিন দিল্লি মেট্রোতে (Delhi Metro) কিছু না কিছু হয়েই চলেছে। কখনও যুগলের চুম্বন, কখনও আবার অল্প পোশাকেই মেট্রো ভ্রমণ- দিল্লি মেট্রোতে ঘটনার ঘনঘটা লেগেই রয়েছে। সেই সঙ্গে আবার প্রতিনিয়ত বসার আসন নিয়ে যাত্রীদের মধ্যে লড়ালড়ি তো আছেই। সেই দিল্লি মেট্রোতেই এবার দেখা গেল এক যুগলকে (Couple) প্রতিবাদ করতে। কীসের প্রতিবাদ? ওই যুগলে একটু ঘনিষ্ঠ অবস্থাতেই দাঁড়িয়েছিলেন মেট্রোতে। তা দেখে পাশে বসে থাকা কিছু মহিলা প্রতিবাদ জানাচ্ছিলেন। সেই তাঁদের প্রতিই ক্ষোভ প্রকাশ করলেন যুগলে।
সদ্য ভাইরাল হওয়ার ভিডিয়োর প্রথম থেকেই দেখা গিয়েছে, যুগলের সঙ্গে দুই মহিলাকে কথা কাটাকাটি করতে। দুই মহিলার একজন যুগলকে বলছিলেন, ‘প্রকাশ্যে এসব কী! এদের একটু লজ্জা থাকা উচিত।’ আর সেই কথা শোনা মাত্রই তেলে বেগুনে জ্বলে ওঠেন যুগলে। ছেলেটি বলতে থাকে, ‘কেন! আমরা লজ্জিত হতে যাবো কেন?’
Kalesh B/w Aunties and a Couple inside Delhi Metro( Aunty didn’t like the way they are standing inside Metro) pic.twitter.com/uOXc29m3Y5
— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 26, 2023
গত 26 জুন টুইটারে @gharkekalesh নামক একটি হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছিল। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘দিল্লি মেট্রোতে এক দম্পতি এবং আন্টির মধ্যে ঝগড়া বাঁধে।’ আসলে প্রেম করা নিয়ে আন্টিদের কোনও আপত্তি ছিল না বলে তাঁরা জানিয়েছিলেন। তাঁরা ওই যুগলের স্টাইলটি পছন্দ করেননি। ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। প্রায় দেড় লাখের কাছাকাছি ভিউ এবং দুই হাজারেরও বেশি লাইক পড়েছে এই ভিডিয়োতে।
যদিও টুইটারে বেশির ভাগ ব্যবহারকারীই দাবি করেছেন, মেট্রোয় তাঁরা যখন ভ্রমণ করেন, তখন কেন এমন হয় না! অনেকে আবার জানিয়েছেন, তাঁরাও এই ধরনের ঘটনা চাক্ষুষ করেন, কিন্তু সাধারণত এড়িয়ে যান। কেউ কেউ আবার ওই মহিলাদের সমর্থনে বলেছেন, সত্যিই এরকম ঘটনা এক্কেবারেই মেনে নেওয়া যায় না।