Viral Video: ভাইরাল হওয়ার জন্য মানুষ কি না করে! কেরোসিন মেখে গায়ে আগুন ধরালেন এই যুবক… তারপর?
Latest Viral Video: ভিডিয়োটি টুইটারে এক ব্যবহারকারী শেয়ার করেছেন। তারপর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এখনও পর্যন্ত অনেক কমেন্ট আর লাইক পড়েছে। প্রচুর ভিউও হয়েছে।
Viral Video Today: সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য মানুষ কত কী-ই না করে। কিছু মানুষ তাদের জীবনের গুরুত্ব বুঝতে পারে না, যতক্ষণ না বড় কোনও বিপদে পড়ে। আপনি নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিয়ো দেখেছেন, যেখানে মানুষ শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য তাদের জীবনকে বিপদে ফেলেছে। এমনকি অনেক সময় বিপজ্জনক স্টান্ট করতে গিয়েও বিপদের মুখে পড়েছেন। কিন্তু এই সব কিছু উর্দ্ধে উঠে এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। একজন ব্যক্তি নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন, সামান্য একটি ভিডিয়ো করার জন্য। তারপরে তার কী পরিনতি হবে, সেটা দেখলে আপনিও ঠিক থাকতে পারবেন না। ভিডিয়োটি ভাইরাল হতেই অধিকাংশ নেটিজ়েন শিউরে উঠেছেন।
ভাইরাল হওয়া ভিডিয়ো ক্লিপে দেখা যাচ্ছে, এক ব্যক্তি প্রথমে নিজের গায়ে কেরোসিন ছিটিয়ে দেন। তারপর সে একটি দেশলাই কাঠি জ্বালিয়ে নিজের গায়ে ছুড়ে দেয়। সেকেন্ডের মধ্য়েই তার গায়ে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। সমস্ত শরীরে আগুন ধরে যায় এবং ধোঁয়াও উঠতে থাকে। সেই অবস্থায় তিনি দৌড়ে একটি লেকে ঝাঁপ দেন। তারপর সেই আগুন নিভে যায়। সামান্য একটি ভিডিয়ো করার জন্য, আর ভাইরাল হওয়ার জন্য এই ঝরনের ঝুঁকি নেওয়া একেবারেই ঠিক নয় বলে নেটিজ়েনদের বক্তব্য।
— Extreme Failure (@ExtremeFaiIs) April 1, 2023
ভিডিয়োটি টুইটারে এক ব্যবহারকারী শেয়ার করেছেন। তারপর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এখনও পর্যন্ত অনেক কমেন্ট আর লাইক পড়েছে। প্রচুর ভিউও হয়েছে। আশ্চর্যের বিষয় হল যে, ব্যক্তিটি শুধুমাত্র একটি ভিডিয়ো করার জন্য এই বিপজ্জনক কাজটি করলেন। যদি সামনে কোনও জলাশয় না থাকত, তাহলে তার প্রাণও যেতে পারত। একজন ভিডিয়োটিতে কমেন্ট করে লিখেছেন, “তার শরীরের কিছু অংশ নিশ্চয়ই মারাত্মকভাবে পুড়ে গিয়েছে। ভাইরাল হওয়ার জন্য মানুষ যে আর কত কী করবে সেটাই দেখার।”