19th June, 2025

বেঙ্গল টাইগার টু প্রিন্স, ভারতীয় ক্রিকেটে শুরু হচ্ছে নতুন জমানা

TV9 Bangla 

Credit -  BCCI, DC X

সাদা জার্সিতে আর লাল বলে রোহিত-বিরাট জমানা অতীত। এ বার ভারতীয় টেস্ট ক্রিকেটে শুরু হতে চলেছে শুভমন গিলের জমানা।

২০ জুন থেকে শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ড ৫ ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজে প্রথম বার দেশের হয়ে টেস্ট ক্রিকেটে পূর্ণ সময়ের নেতৃত্ব দিতে চলেছেন গিল।

শুভমন গিল ক্রিকেট মহলে পরিচিত, ভারতীয় ক্রিকেটের প্রিন্স নামে। এই আবহে দিল্লি ক্যাপিটালস দেশের একাধিক  অধিনায়ককে মিলিয়ে এক ভিডিয়ো শেয়ার করেছে।

যে ভিডিয়োর শুরুতে দেখা যায় মহারাজ অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়কে। আর ভিডিয়োটি শেষ হয় ভারতের টেস্ট টিমের নতুন ক্যাপ্টেন শুভমন গিলকে দিয়ে।

ভিডিয়োতে দেখা যায়, 'ফ্রম দ্য টাইগার অব বেঙ্গল' এই লেখাটি ফুটে ওঠে সৌরভের হাতে মশাল আসার পর। তিনি তা তুলে দেন রাহুল দ্রাবিড়ের হাতে। সেখানে লেখা ওঠে 'টু দ্য ওয়াল দ্যাট স্টুড টল।'

এরপর দ্রাবিড় মশাল পাস করেন অনিল কুম্বলের হাতে। তাঁর ছবিতে লেখা, 'এ জাম্বো দ্যাট রোরড।' তিনি মশাল তুলে দেন মহেন্দ্র সিং ধোনির হাতে। তাঁর ছবিতে লেখা ওঠে 'দ্য ক্যাপ্টেন কুল, হু ওন ইট অল।'

এরপর মাহি মশাল দেন বিরাটের হাতে। লেখা ওঠে, 'দ্য থ্রোন গট ইটস কিং।' কোহলি মশাল পাস করেন রোহিতের দিকে। লেখা ওঠে 'এ হিটম্যান লিট আপ দ্য স্কাই।'

সবচেয়ে শেষে দেখা যায় রোহিত মশাল তুলে দিচ্ছেন গিলের হাতে। লেখা ওঠে, 'এরপর এল প্রিন্স, যাঁর চোখে ফুটে উঠছে প্যাশন।' জ্বলন্ত মশাল হাতে গিলের চোখ-মুখও ছিল বেশ উজ্জ্বল।