Alipurduar Viral Video: ‘প্রেমিকাকে দান করুন প্লিজ’, মিরর সানগ্লাস চোখে পিঠে স্কুল ব্যাগ নিয়ে কেন এমন কাতর আর্জি ছেলেটার?

Alipurduar Viral Video: কেন ওইভাবে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে যুবক? সরাসরি প্রশ্ন করা হয়েছিল ওই যুবককে। জানা যায়, যুবকের নাম সুমন সরকার। তাঁর বাড়ি আলিপুরদুয়ার শহরের চার নম্বর ওয়ার্ডে।

Alipurduar Viral Video: 'প্রেমিকাকে দান করুন প্লিজ', মিরর সানগ্লাস চোখে পিঠে স্কুল ব্যাগ নিয়ে কেন এমন কাতর আর্জি ছেলেটার?
আলিপুরদুয়ারে ভাইরাল ভিডিয়ো
Follow Us:
| Edited By: | Updated on: May 16, 2022 | 11:59 AM

আলিপুরদুয়ার: সাদা টি শার্ট, চোখে নীল-সবজে মিরর সানগ্লাস। হাতে প্ল্যাকার্ড। তাতে লেখা ‘ডোনেট মি আ গার্লফ্রেন্ড’। রাস্তার মোড়ে, ওলিগলিতে দেখা যাচ্ছে বছর তেইশের যুবককে। আলিপুরদুয়ার শহরের বিভিন্ন জায়গায় প্ল্যাকার্ড হাতে নিয়ে ওই যুবককে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। প্ল্যাকার্ডে লেখা ‘ডোনেট মি আ গার্লফ্রেন্ড’। আর আবহ সঙ্গীত হিসাবে বাজছে, ‘দে দে পেয়ার দে’-র লিরিক্স। আলিপুরদুয়ার শহরের বিভিন্ন জায়গায় এইভাবে দাঁড়িয়ে থাকা ওই যুবকের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ছবি ঘুরছে ফেসবুক, ইনস্ট্রাগ্রাম, হোয়াটসঅ্যাপের স্টেটাসে। অনেকেই শেয়ার করেছেন যুবকের ছবি।

কিন্তু কেন ওইভাবে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে যুবক? কে-ই বা তিনি? সরাসরি প্রশ্ন করা হয়েছিল ওই যুবককে। জানা যায়, নাম সুমন সরকার। বাড়ি আলিপুরদুয়ার শহরের চার নম্বর ওয়ার্ডে। আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের পড়ুয়া তিনি। ইউটিউবে কমেডি ভিডিয়ো বানিয়ে জনপ্রিয় হওয়াই লক্ষ্য তাঁর। তবে সত্যিই কি তাঁর বান্ধবী প্রয়োজন? সুমনের সহাস্য উত্তর , “মজা করার জন্যই এই ভিডিয়ো বানিয়েছি। গার্লফ্রেন্ডের তো দরকার আছেই। প্রেমিক কেই বা না চান?”

আলিপুরদুয়ার শহরের বিভিন্ন এলাকায় প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে সুমন। তাতে লেখা  ‘ডোনেট মি আ গার্লফ্রেন্ড’। এ রকম ভিডিয়ো কেন মাথায় এলো? এ প্রসঙ্গে সুমন বলেন, “আলাদা কিছু কনটেন্ট থাকলে তবেই তা ভাইরাল হয়ে যায়। মানুষকে আনন্দ দিতে এটা করেছি।”

ইউটিউবার ভুবন বামকে দেখেই মজার ভিডিয়ো বানানোর পরিকল্পনা শুরু করেন সুমন। সুমনের ভিডিয়ো আলিপুরদুয়ারের তরুণ প্রজন্মের মোবাইলে ঘুরছে।