Alipurduar: মদ খেয়ে এসে ছুরির এলোপাথাড়ি কোপ মত্ত যুবকের! মৃত্যু এক মহিলার, আহত এক যুবক

ঘটনার জেরে তীব্র চাঞ্চল‍্য ছড়িয়েছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের হাণ্টাপাড়া চাবাগানে। ক্ষিপ্ত জনতা রবিবার সকাল থেকে হাণ্টাপাড়া চৌপথি এলাকায় মাদারিহাট থেকে টোটোপাড়া গামী পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়।

Alipurduar: মদ খেয়ে এসে ছুরির এলোপাথাড়ি কোপ মত্ত যুবকের! মৃত্যু এক মহিলার, আহত এক যুবক
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 10, 2022 | 8:48 PM

আলিপুরদুয়ার: মদ খেয়ে এসে মাতলামি করছিলেন। এর ওর বাড়ির দরজায় ধাক্কা মারছিলেন। দরজায় আওয়াজ শুনে এক মহিলা বেরিয়ে আসতেই এলোপাথাড়ি ছুরির কোপ মারতে থাকেন ওই মত্ত। ছুরির আঘাতে মৃত্যু হয়েছে ওই মহিলা। মহিলাকে খুনের পাশাপাশি এলাকার প্রতিবন্ধী যুবককেও কোপানোর অভিযোগ উঠেছে ওই মত্তের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই যুবক। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত মত্ত ব্যক্তি। ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। মাদারিহাট থানার পুলিশ এসে তাঁদের অবরোধ তুলতে অনুরোধ করেন। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের হাণ্টাপাড়া চাবাগানে। শনিবার রাতের এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

এক মত্ত যুবকের ছু্রির আঘাতে মৃত্যু হল এক মহিলার। মারাত্মক ভাবে জখম এক যুবক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে এলাকার যুবক বিনোদ ওরাঁও মত্ত অবস্থায় এলাকায় আসে। সেখানে এসে  এলাকার বাসিন্দা শিলমন্তী খরিয়ার বাড়িতে এসে ডাকাডাকি করে। দরজা ধাক্কানোর আওয়াজ শুনে শিলমন্তী ঘর থেকে বেরিয়ে আসেন। তখনই ওই মত্ত যুবক শিলমন্তী উপর এলোপাথাড়ি ভাবে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এর পর অভিযুক্ত বিনোদ ওরাঁও সেখানকারই ২২ বছরের এক প্রতিবন্ধী যুবক কুমার ওরাঁওের উপর ধারালো অস্ত্রের কোপ বসায়। এর পরই সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত। এলাকার বাসিন্দারা দু’জনকে আহত অবস্থায় প্রথমে হাণ্টাপাড়া চা বাগান হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে বীরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শিলমন্তী খরিয়ার মৃত্যু হয়। প্রতিবন্ধী যুবক কুমার ওরাঁও বর্তমানে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পর থেকে অভিযুক্ত বিনোদ ওরাঁও পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে মাদারিহাট থানার পুলিশ।

ঘটনার জেরে তীব্র চাঞ্চল‍্য ছড়িয়েছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের হাণ্টাপাড়া চাবাগানে। ক্ষিপ্ত জনতা রবিবার সকাল থেকে হাণ্টাপাড়া চৌপথি এলাকায় মাদারিহাট থেকে টোটোপাড়া গামী পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়। পরে পুলিশ গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে অবরোধ তুলে দেয়।