Alipurduar: করোনার সময় বন্ধ হয়েছিল, ফের এই স্টেশনে দাঁড়াবে অসমগামী ২টি এক্সপ্রেস
Alipurduar: সূত্রের খবর, এই ট্রেনগুলি চালু করার জন্য দীর্ঘদিন ধরেই কেন্দ্রকে জানিয়ে আসছিলেন প্রতিমন্ত্রী জন বার্লা। শনিবার রাত্রিবেলা ট্রেন দুটি চালু হওয়ায় খুশি সেই এলাকার মানুষজন। গতকাল জন বার্লা সবুজ পতাকা নেড়ে লামডিং এক্সপ্রেস ও সিফুং এক্সপ্রেসের পুনরায় সূচনা করেন।
আলিপুরদুয়ার: তখন চড়চড়িয়ে বাড়ছে করোনা। সংক্রমণে নিয়ন্ত্রণ করতে ট্রেন বন্ধের সিদ্ধান্ত নেয় রেল। সেই যে বন্ধ হয়েছিল তারপর আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ি জংশন থেকে অসমগামী দুটি ট্রেন বন্ধ হয়ে যায়। যার জেরে খুবই সমস্যার মুখে পড়ছিলেন সাধারণ মানুষ। দীর্ঘদিন পর কেন্দ্রীয় মন্ত্রীর হাত ধরে কামাখ্যাগুড়ি স্টেশনে পুনরায় স্টপেজ ফিরল দুটি ট্রেনের।
সূত্রের খবর, এই ট্রেনগুলি চালু করার জন্য দীর্ঘদিন ধরেই কেন্দ্রকে জানিয়ে আসছিলেন প্রতিমন্ত্রী জন বার্লা। শনিবার রাত্রিবেলা ট্রেন দুটি চালু হওয়ায় খুশি সেই এলাকার মানুষজন। গতকাল জন বার্লা সবুজ পতাকা নেড়ে লামডিং এক্সপ্রেস ও সিফুং এক্সপ্রেসের পুনরায় সূচনা করেন।
এ দিনের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওঁরাও, মাদারিহাটের বিধায়ক মনোজ টিজ্ঞা, আলিপুরদুয়ারের ডি আর এম অমরজিৎ গৌতম সহ রেলকর্তারা। বস্তুত, লামডিং এক্সপ্রেস ও সিফুং এক্সপ্রেস দীর্ঘদিন ধরেই কুমারগ্রাম ব্লকের একমাত্র স্টেশন কামাখ্যাগুড়ি স্টেশন দিয়ে চলাচল করত। তবে তা করোনার সময়ে বন্ধ হয়। ফলে অসমে যাতায়াত করতে যাত্রীদের যেমন সমস্যা হত, তেমনই ব্যবসার ক্ষেত্রেও চরম সমস্যার মুখে পড়েন ব্যবসায়ীরা। জন বার্লা বলেন, “শনিবার থেকে এই এক্সপ্রেসগুলি আবার চলবে। দক্ষিণ ভারতে যাতায়াতের জন্য আরও কতগুলি এক্সপ্রেস চালানোর প্রয়োজন রয়েছে। আমি যথাসাধ্য চেষ্টা করছি এলাকার মানুষের সেই ইচ্ছা পূরণ করার।”