বিজেপি করার অপরাধে ফাটল মাথা, ভাঙল হাত! চাঞ্চল্য আলিপুরদুয়ারে

আলিপুরদুয়ার: বিজেপি (BJP) করার অপরাধে এক পদ্ম কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। চাপড়রপাড় ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। আহত ওই কর্মীকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার, আহত বিজেপি কর্মীকে হাসপাতালে দেখতে যান আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। গেরুয়া শিবিরের অভিযোগ, কমল দাস নামের আহত ওই বিজেপি কর্মী ভোটপর্ব থেকেই ঘরছাড়া […]

বিজেপি করার অপরাধে ফাটল মাথা, ভাঙল হাত! চাঞ্চল্য আলিপুরদুয়ারে
আক্রান্ত বিজেপি কর্মী ( বিছানায় শায়িত), নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 31, 2021 | 11:17 PM

আলিপুরদুয়ার: বিজেপি (BJP) করার অপরাধে এক পদ্ম কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। চাপড়রপাড় ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। আহত ওই কর্মীকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার, আহত বিজেপি কর্মীকে হাসপাতালে দেখতে যান আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল।

গেরুয়া শিবিরের অভিযোগ, কমল দাস নামের আহত ওই বিজেপি কর্মী ভোটপর্ব থেকেই ঘরছাড়া ছিলেন। সম্প্রতি তিনি বাড়ি ফেরেন। এরপর তাঁকে তৃণমূলে (TMC) যোগ দেওয়ার জন্য ক্রমশ চাপ দেওয়া হতে থাকে বলে অভিযোগ। কিন্তু, কমল তা অস্বীকার করায় বিজেপি করার অপরাধে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সোমবার রাতে তাঁর বাড়িতে চড়াও হয়ে মারধর করে বলে অভিযোগ। হামলার ঘটনায়, ওই কর্মীর মাথা ফেটে গিয়েছে। ভেঙে গিয়েছে হাত। আঘাত লেগেছে  চোখেও। গুরুতর আহত ওই বিজেপি কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, “রাজ্য ভোট পরবর্তী হিংসার তদন্ত চলছে। সিবিআই চষে বেড়াচ্ছে। তারপরেও আমাদের কর্মীরা সুরক্ষিত নন। তাঁদের মারধর করা হচ্ছে। তাঁদের উপর অমানুষিক হামলা চালানো হচ্ছে। একের পর এক কর্মীরা জখম হচ্ছেন। কমল আমাদের সক্রিয় কর্মী। কিন্তু ওকে যেভাবে মারধর করেছে কবে সুস্থ হবে তা জানি না। ওর মাথা ফাটিয়ে দিয়েছে। হাত ভেঙেছে। একটা চোখে গুরুতর আঘাত লেগেছে।”

যদিও তৃণমূলের (TMC) তরফ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। স্থানীয় তৃণমূল (TMC) নেতৃত্বের দাবি, এই হামলায় শাসক শিবিরের কেউ জড়িত নয়। বিজেপির অন্তর্দ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে। প্রসঙ্গত, রাজ্য়ে  ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় তদন্তে নেমেছেন সিবিআই আধিকারিকরা। সেখানে কী করে এই ধরনের ঘটনা ঘটছে তা নিয়ে প্রশ্ন তুলছে সংশ্লিষ্ট মহল।

উল্লেখ্য, রাজ্যে  ভোট পরবর্তী হিংসার তদন্তের দায়ভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে হাইকোর্ট।  সেই মামলায় ইতিমধ্যেই জেলায় জেলায় ‘স্পট ভিজিট’ সেরেছেন সিবিআই আধিকারিকরা।  বিজেপি কর্মী ধর্ম মণ্ডল খুনের মামলায় গ্রেফতার ২। আত্মসমর্পণ করেছেন তৃণমূলের দুই নেতা কালু শেখ ও বিভাস বিশ্বাস। এছাড়াও, জেলায় জেলায় মৃত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে সাক্ষাত্‍ সেরেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

উল্লেখ্য, আদালতের নির্দেশে রাজ্যজুড়ে ভোট পরবর্তী হিংসার তদন্ত করে যে রিপোর্ট মানবাধিকার কমিশন জমা দিয়েছিল তাতে ‘নটোরিয়াস ক্রিমিন্যাল’ বলে উল্লেখ করেছিল জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক-সহ একাধিক তৃণমূল নেতাকে। মানবাধিকার কমিশনের প্রতিনিধিদের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুলে সরব হন জ্যোতিপ্রিয়বাবু। রাজ্যের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য  ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপকে কেন্দ্র করে কটাক্ষ হেনে বলেছেন, ”সিবিআই খাঁচাবন্দি তোতাপাখি।” এই তদন্তের জেরে আরও অভিযুক্তরা ধরা পড়বে বলেই আশা গেরুয়া শিবিরের। আরও পড়ুন: বিজেপি কর্মী ধর্ম মণ্ডল হত্যা মামলায় আত্মসমর্পণ ২ তৃণমূল নেতার