অশোকনগরে পেট্রোলিয়াম মন্ত্রীর অনুষ্ঠানে ব্রাত্য থাকায় ক্ষোভ স্থানীয় প্রশাসনে
মোদী সরকারের নেতৃত্বে ২০১৪ সাল থেকে আরও জোর দেওয়া হয় খনিজ তেলের খোঁজার ওপর। এরপরই পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর বাইগাছি এলাকায় শুরু হয় খননের কাজ। প্রাথমিক পর্যায়ের কাজ পরিপক্ক হতেই পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইচ্ছাপ্রকাশ করেন এলাকা পরিদর্শন করার
উত্তর ২৪ পরগনা: অমিত শাহের বঙ্গ সফরের মাঝেই রবিবাক অশোকনগরে খনিজ তেল উৎপাদন কেন্দ্র পরিদর্শনে এলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। কিন্তু, তৃণমূল বনাম বিজেপি তরজা তাড়া করল এই অনুষ্ঠানকেও। সূত্রের খবর, এদিনের এই পরিদর্শন কর্মসূচিতে কোনও স্থানীয় স্তরের প্রশাসনকে আমন্ত্রণ জানানো হয়নি। তারপর ক্ষোভে ফেটে পড়েছে সব শিবির। তৃণমূল, কংগ্রেস, সিপিআইএম সকলেই কার্যত একই সুরে কথা বলছে।
৭০ বছর পর ঐতিহাসিক সাফল্য পেয়েছে ভারত সরকার। দীর্ঘদিন ধরে কেন্দ্র তেলের খোঁজ চালাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। ১৯৪৯ সাল থেকে এই সন্ধান জারি রয়েছে। এরপর ষাটের দশক থেকে ওএনজিসি দেশের বিভিন্ন প্রান্তে তেলের খোঁজ শুরু করে। কিন্তু বড় কোনও সাফল্য আসেনি। মোদী সরকারের নেতৃত্বে ২০১৪ সাল থেকে আরও জোর দেওয়া হয় খনিজ তেলের খোঁজার ওপর। এরপরই পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর বাইগাছি এলাকায় শুরু হয় খননের কাজ। প্রাথমিক পর্যায়ের কাজ পরিপক্ক হতেই পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইচ্ছাপ্রকাশ করেন এলাকা পরিদর্শন করার।
সেই মতো রবিবার সকালে উত্তর ২৪ পরগনার অশোকনগর বাইগাছি এলাকায় আসেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মন্ত্রী নিজে হাতে খনিজ তেল উৎপাদনেক কাছে গিয়ে হাত দিয়ে দেখে জানান, উৎকৃষ্ট মানের তেল। এই তেল হলদিয়াতে নিয়ে গিয়ে সংশোধন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। এছাড়াও তিনি বলেন, স্থানীয় উন্নয়নে নতুন পালক হয়ে উঠবে এই অশোকনগরের খনিজ তেল উৎপাদন কেন্দ্র। আরও দুধাপে জায়গা নিয়ে আরও বড় প্লান্ট তৈরি করা হবে। স্থানীয় যুবকদের কর্মসংস্থান আরও বাড়বে। এছাড়াও রাজ্যের অর্থনীতিও এতে চাঙ্গা হবে বলে তিনি জানান।
সূত্রের খবর, অশোকনগরে যে তেল উৎপাদন হচ্ছে তা উৎকৃষ্ট মানের। এবং এখান থেকে দেশের বিভিন্ন রাজ্যে সেই তেল সরবরাহ করা হবে। এর জন্য তিনি ধন্যবাদ জানান স্থানীয় মানুষ ও এনজিসি কর্মীদের।
কিন্তু এসবের মাঝেই প্রশ্ন উঠে গিয়েছে, যেখানে আজ পেট্রোলিয়াম মন্ত্রী নিজে পরিদর্শন করতে আসলেন সেখানে কেন স্থানীয় প্রশাসনের কোনও প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হল না। অশোকনগর পুরপ্রধান বর্তমানে প্রশাসক প্রবোধ সরকার বলেন, ‘জমি সমস্যা থেকে নানা ইস্যুতে বারবার ওএনজিসি আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। অথচ আজকে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি।’
আরও পড়ুন: শাহ-সমুখে বিক্ষোভের আশঙ্কা, বাম ছাত্রনেতাদের গৃহবন্দি রাখার অভিযোগ
একই কথা অশোকনগরের বিধায়ক ধীমান রায়ের। তাঁর দাবি, ‘বারবার ওএনজিসি এসে জমির জন্য বলেছে। আমরা জমির ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু কৃষকরা কীরকম টাকা পাবে সে বিষয়টা তারা স্পষ্ট করেনি। স্থানীয় মানুষের কর্মসংস্থান নিয়েও কথা বলার সুযোগ পেলাম না।’ মন্ত্রীকে সিপিআইএম-এর তরফ থেকে একটি স্মারকলিপি তুলে দেওয়ার পরিকল্পনা করেছিল স্থানীয় নেতৃত্ব। যাতে স্থানীয় কিছু দাবি-দাওয়া রাখা হয়েছিল। কিন্তু তাও সম্ভব হয়নি। সেকারণে প্রাক্তন অশোকনগরের বিধায়ক সত্যসেবী কর ও ক্ষোভ প্রকাশ করেছেন। তবে পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রসাদ সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, ভারতবর্ষের অন্যান্য প্রান্তে জমি নেওয়ার ব্যাপারে যে রকম আইন আছে, সেই আইন অনুযায়ী কাজ হবে। অশোকনগরের স্থানীয় মানুষজন বঞ্চিত হবেন না।
আরও পড়ুন: অচ্ছি বাত! কপিরাইট উঠলে ঠাকুরের গান বাঁচবে অনেকদিন, আলুপোস্তয় ভাত মেখে বললেন অমিত