শাহ-সমুখে বিক্ষোভের আশঙ্কা, বাম ছাত্রনেতাদের গৃহবন্দি রাখার অভিযোগ

অভিযোগ, গতকাল রাতেই বামপন্থী ছাত্র সংগঠনের দুই ছাত্রনেতাকে গৃহবন্দি (House Arrest) করেছিল স্থানীয় প্রশাসন। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী বোলপুর ছাড়ার পরই তাঁদের মুক্তি দেওয়া হয়।

শাহ-সমুখে বিক্ষোভের আশঙ্কা, বাম ছাত্রনেতাদের গৃহবন্দি রাখার অভিযোগ
বাম ছাত্রনেতাদের গৃহবন্দি রাখার অভিযোগ
Follow Us:
| Updated on: Dec 20, 2020 | 10:41 PM

বোলপুর: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসার আগে থেকেই উত্তেজনা ছিল বিশ্বভারতী (Visva Bharati) চত্বরে। আগেই আন্দোলনে নেমেছিল বিশ্বভারতীর বামপন্থী ছাত্র সংগঠনগুলি। ফলে অমিত শাহের (Amit Shah) অনুষ্ঠানের মাঝে যাতে কোনও বিশৃঙ্খল পরিস্থিতি না তৈরি হয় সেই ‘ব্যবস্থা’ করার অভিযোগ গতকাল রাতেই উঠেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। অভিযোগ, গতকাল রাতেই বামপন্থী ছাত্র সংগঠনের দুই ছাত্রনেতাকে গৃহবন্দি (House Arrest) করেছিল স্থানীয় প্রশাসন। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী বোলপুর ছাড়ার পরই তাঁদের মুক্তি দেওয়া হয়।

এরম কিছু একটা যে হতে পারে শনিবার সন্ধ্যাবেলাতেই সেই আভাস মেলে। শান্তিনিকেতনের ক্যাম্পাসের মধ্যেই বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নরেন্দ্র মোদী ও অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করে বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা। দাবি ছিল, ফ্যাসিবাদী কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকেই বিশ্বভারতীর শিক্ষা প্রতিষ্ঠান আনা যাবে না। সূত্রের খবর, এরপরই গতরাতে বাম বামপন্থী ছাত্র সংগঠনের প্রধান দুই নেতা ফাল্গুনী পান ও সোমনাথ সাউকে ‘গৃহবন্দি’ রাখা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন:  অচ্ছি বাত! কপিরাইট উঠলে ঠাকুরের গান বাঁচবে অনেকদিন, আলুপোস্তয় ভাত মেখে বললেন অমিত

এদিন সন্ধে ৭টা নাগাদ ওই দুই ছাত্রনেতাকে মুক্তি দেওয়া হয়। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁরা অভিযোগ করেন, অমিত শাহের সমুখে যাতে কোনও প্রতিবাদ না হয় তা নিশ্চিত করতেই উপাচার্যের নির্দেশে এই কাজ করা হয়েছে৷ তাঁদের আরও দাবি, বিশ্বভারতীতে যে গৈরিকিরণ হচ্ছে তার প্রমাণ হল- আজ অমিত শাহের সঙ্গে বিশ্বভারতীতে সমস্ত বিজেপি নেতারা ঢুকলেন। আগামিদিনেও প্রতিবাদেরও ডাক দিয়েছেন তাঁরা৷

আরও পড়ুন:  করোনার গেরোয় সিএএ, একুশের আগেই কি কার্যকর? ‘ক্রোনোলজি’ বোঝালেন অমিত