Bankura Road: ‘বিজেপি জিততেই বন্ধ রাস্তার কাজ’, এক হাঁটু কাদায় আটকে গ্রামবাসীদের জীবন

Bankura: এলাকাবাসীর দাবি, গ্রাম পঞ্চায়েতে বিজেপি লিড পাওয়ার পরই বঞ্চনার শিকার হয়েছেন তাঁরা। শেষে আর কোনও উপায় না দেখে নিজেরাই মেরামতের কাজে হাত লাগালেন এলাকাবাসী।

Bankura Road: 'বিজেপি জিততেই বন্ধ রাস্তার কাজ', এক হাঁটু কাদায় আটকে গ্রামবাসীদের জীবন
রাস্তার অবস্থাImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 22, 2023 | 6:30 PM

বাঁকুড়া: গোটা রাস্তায় ভরে রয়েছে এক হাঁটু কাদা। আর তাতে কখনও আটকে যায় যানবাহন। কখনও আটকে যায় স্কুল পড়ুয়াদের পা। বাঁকুড়ার ইন্দাস ব্লকের আমরুল গ্রাম পঞ্চায়েতের কলাগ্রামের অবস্থা এমনই। সেখানে এক প্রকার যেন থমকে রয়েছে গ্রামের জনজীবন।

এলাকাবাসীর দাবি, গ্রাম পঞ্চায়েতে বিজেপি লিড পাওয়ার পরই বঞ্চনার শিকার হয়েছেন তাঁরা। শেষে আর কোনও উপায় না দেখে নিজেরাই মেরামতের কাজে হাত লাগালেন এলাকাবাসী।

বাঁকুড়ার ইন্দাস ব্লকের আমরুল গ্রাম পঞ্চায়েতের কলগ্রাম পালপাড়া। সেখানে বসবাস করে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি পরিবার। গ্রামে যাতায়াতের একমাত্র কাঁচা রাস্তা।

স্থানীয় বাসিন্দাদের দাবি, গ্রীষ্মকালে যদিও বা যাতায়াতের যোগ্য, তবে বর্ষা পড়তেই তা বেহাল হয়ে যায়। রাস্তায় এক হাঁটু কাদা জমে থাকায় বন্ধ যানবাহন চলাচলও। শুধু কী তাই? ছোট ছোট পড়ুয়ারা ওই রাস্তা দিয়ে যাতায়াত করলেই মাঝেমধ্য তাদের পা আটকে যাচ্ছে কাদায়। খবর পেয়ে অভিভাবকরা সেখান থেকে উদ্ধার করে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন বাড়ির পথে।

গ্রামবাসীদের দাবি, গ্রামে বিজেপির প্রভাব থাকাতেই রাস্তা সেই তিমিরেই থেকে গিয়েছে। তৃণমূল কোনও কাজ করেনি। যদিও হাত গুটিয়ে বসে থাকেননি গ্রামের মানুষ। নিজেরাই ঝুড়ি,ঝাঁটা,কোদাল হাতে গ্রামের রাস্তা মেরামতিতে নামলেন গ্রামের মানুষ।

বিজেপি এই প্রতিহিংসার রাজনীতির কড়া সমালোচনা করেছে। তাদের বক্তব্য, এতদিন তো ভোট দিতেই দেয়নি। যেই এখানে কোনও মতে বিজেপি জিতল অমনি প্রতিহিংসার রাজনীতি শুরু।অপরদিকে তৃণমূল অভিযোগ অস্বীকার করে জানিয়েছে দ্রুত ওই রাস্তার কাজ শুরু হবে।