‘আর নয় অন্যায়’ ঘিরে ধুন্ধুমার বাঁকুড়ায়
অভিযোগ, বাইরে থেকে ৭০-৮০ জন ছেলে এসে এই হামলা চালায়। তৃণমূলের ভাড়াটে গুন্ডা বলে দাবি বিজেপির। শাসকদল সে অভিযোগ মানতে নারাজ।
বাঁকুড়া: রাজনৈতিক সংঘর্ষে (Political Clash ) উত্তপ্ত বাঁকুড়ার (Bankura) জয়পুর। বিজেপির আর নয় অন্যায় কর্মসূচি ঘিরে গোলমাল। ঘটনায় প্রায় ১২ জন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে দাবি। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
আরও পড়ুন: বড়দিন থেকেই ফের পাহাড়ি পথে ছুটবে ‘খেলনা গাড়ি’
জয়পুর ব্লকের উত্তরবার এলাকা। বুধবার সেখানে বিজেপির আর নয় অন্যায় (Aar Noy Anyay) কর্মসূচি চলছিল। অভিযোগ, সেই সময় আচমকাই ৭০-৮০ জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী সেখানে চড়াও হয়। বেধড়ক মারধর করা হয় বিজেপি কর্মীদের। ১১-১২ জন বিজেপি কর্মী গুরুতর আহত হন। তাঁদের বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি করা হয়। বিজেপির দাবি, সবরকম পুলিসি অনুমতি নিয়ে তারা অনুষ্ঠান করছিল। তারপরও এই আক্রমণ। পুলিস সেখানে নীরব দর্শকের ভূমিকা নেয় বলেও অভিযোগ তোলেন উত্তরবার অঞ্চলের বিজেপি কর্মীরা।
আরও পড়ুন: উত্তুরে হাওয়ার দাপটে কনকনে ‘ক্রিসমাস ইভ’ কলকাতায়
জয়পুর ব্লকের মণ্ডল-২ বিজেপি সভাপতি মানু চন্দ বলেন, “লোকসভা ভোটের পর থেকেই তৃণমূল বলে এলাকায় কিছু নেই। ভাড়া করে বাইরে থেকে গুন্ডা এনে ওরা অত্যাচার চালাচ্ছে। বিজেপি কর্মীদের মেরে ফেলার চক্রান্ত করছে। যারা হামলা করতে এসেছিল ওদের হাতে রড, বাঁশ, কাঠের টুকরো ছিল।” যদিও তৃণমূলের তরফে পাল্টা দাবি, বিজেপি এলাকায় সন্ত্রাস করে ভোটবাক্স ভরতে চাইছে। তাই শাসকদলের ভাবমূর্তি নষ্ট করতে মিথ্যা অভিযোগ আনছে।