Bankura Accident: দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আটকে শিশুসহ চার, পুরী থেকে ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা

Road Accident: পুলিশ সূত্রে জানা খবর, দুর্গাপুরে বেনাচিতির বাসিন্দা সুদীপ শর্মা। তাঁরা পুরী ঘুরতে গিয়েছিলেন। দু'টি পৃথক গাড়িতে চড়ে দুর্গাপুর ফিরছিলেন।

Bankura Accident: দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আটকে শিশুসহ চার, পুরী থেকে ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা
গাড়ি দুর্ঘটনার কবলে চারজন (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 22, 2023 | 11:12 AM

বাঁকুড়া: দ্রুত গতিতে চলছিল গাড়ি। এর জেরেই হল বিপত্তি। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে সেটি। তারপরই জখম হন এক শিশু সহ চারজন যাত্রী। আহতদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পোশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ সূত্রে জানা খবর, দুর্গাপুরে বেনাচিতির বাসিন্দা সুদীপ শর্মা। তাঁরা পুরী ঘুরতে গিয়েছিলেন। দু’টি পৃথক গাড়িতে চড়ে দুর্গাপুর ফিরছিলেন। ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে দ্রুত গতিতে ফেরার সময় বিষ্ণুপুর থানার দু’নম্বর ক্যাম্পের সামনে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সামনের গাড়িটি। এরপরই গাড়িটি রাস্তার ধার থেকে নেমে একটি গাছে গিয়ে সজোরে ধাক্কা মারে। ঘটনায় কার্যত দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় বিষ্ণুপুর থানার পুলিশ। গাড়িতে আটকে পড়া শিশু সহ চারজন আহত যাত্রীকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।

আহতদের পরিবারের দাবি গাড়িটি চলন্ত অবস্থায় গাড়ির চালক ঘুমিয়ে পড়াতেই এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ গাড়িটি আটক করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। আহতদের আত্মীয় বলেন, “আমরা আগের গাড়িতে ছিলাম। ওরা পিছনের গাড়িতে আসছিল। শুনলাম ওদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। যে ড্রাইভার চালাচ্ছিলেন তাঁর নাকি চোখ লেগে গিয়েছিল। সঙ্গে-সঙ্গে গিয়ে আমরা উদ্ধার করি। এরপর হাসপাতালে ভর্তি করা হয়।”