CPIM: ৫ বছর পর পার্টি অফিস খুলেই CPIM নেতার হুঙ্কার, ‘মুরোদ থাকলে আগে পঞ্চায়েত নির্বাচন করুন’

CPIM: বিগত ৫ বছর পর কার্যালয় খুলেই হুংকার দিলেন সিপিএম নেতা। বললেন, "মুরোদ থাকলে আগে পঞ্চায়েত নির্বাচন করুন।" পাল্টা তৃণমূলের কটাক্ষ, "সিপিএম এ রাজ্যে জীবাশ্মে পরিণত হয়েছে। তাঁদের কথা শুনে লাভ নেই।"

CPIM: ৫ বছর পর পার্টি অফিস খুলেই CPIM নেতার হুঙ্কার, 'মুরোদ থাকলে আগে পঞ্চায়েত নির্বাচন করুন'
(নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: May 01, 2023 | 4:43 PM

বাঁকুড়া: গতবারের গ্রাম পঞ্চায়েত ভোটের পর বন্ধ হয়েছিল সিপিএম-এর দলীয় কার্যালয়। এই বছর পঞ্চায়েত ভোটের আগে সেই কার্যালয় পুনরায় খুলল। বিগত ৫ বছর পর কার্যালয় খুলেই হুংকার দিলেন সিপিএম নেতা। বললেন, “মুরোদ থাকলে আগে পঞ্চায়েত নির্বাচন করুন।” পাল্টা তৃণমূলের কটাক্ষ, “সিপিএম এ রাজ্যে জীবাশ্মে পরিণত হয়েছে। তাঁদের কথা শুনে লাভ নেই।”

সামনেই গ্রাম পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনকে সামনে রেখে নিজেদের ঘর গোছাতে শুরু করেছে শাসক বিরোধী সব দলই। সেই প্রক্রিয়ারই অঙ্গ হিসাবে দীর্ঘদিন ধরে কার্যত বন্ধ হয়ে পড়ে থাকা ভাদুল শাখা কার্যালয় নতুন করে খোলার উদ্যোগ নেয় সিপিএম। সোমবার মে দিবসের সকালে সেই কার্যালয় পুনরায় খুলে দেন সিপিএম এর রাজ্য কমিটির সদস্য অভয় মুখোপাধ্যায়। দলীয় কার্যালয় খুলেই তিনি তৃণমূলের কাছে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন।

বলেন,”তৃণমূলের মুরোদ থাকলে পঞ্চায়েত নির্বাচন করুন। আমরা তৈরি আছি। মানুষও তৈরি আছে।” পরে অভয় মুখোপাধ্যায় বলেন, ওই বক্তব্য চ্যালেঞ্জ নয়। রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের সময় পেরিয়ে যাচ্ছে। অথচ রাজ্য সরকার পঞ্চায়েত নির্বাচন করার কোনও উদ্যোগ নিচ্ছে না। এটা গণতান্ত্রিক অধিকার।” তৃণমূলের দাবি, রাজ্যজুড়ে যেভাবে উন্নয়ন হয়েছে তাতে সিপিএম এ রাজ্যে জীবাশ্মে পরিণত হয়েছে। তাই তাদের কথার কোনও গুরুত্ব নেই।

প্রসঙ্গত, গত গ্রাম পঞ্চায়েতের নির্বাচনের সময় থেকে বন্ধ ছিল ওই কার্যালয়টি। ওই দলীয় কার্যালয়ে কোনো ভাংচুর বা হামলার ঘটনা ঘটেনি। কিন্তু সেসময় তৃনমূলের তরফে স্থানীয় সিপিএম নেতা কর্মীদের হুমকি ও হুঁশিয়ারি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। তার জেরেই ওই দলীয় কার্যালয় বন্ধ করে দিয়েছিলেন সিপিএম নেতা কর্মীরা।