TMC: বজ্রাঘাতে নিহত তৃণমূল কর্মীর স্ত্রীকে অঙ্গনওয়াড়িতে চাকরি, ৩ লক্ষ টাকা সহায়তা দলের

Bankura: রবিবার বিকেলে বাঁকুড়ার ইন্দাস থানার আশিনপুর দীঘির মাঠে তৃণমূলের সভা ছিল। সূত্রের খবর, সেই সভায় থাকার কথা ছিল দেবাংশু ভট্টাচার্যের। সভা শুরুর আগেই ঘটে বিপত্তি।

TMC: বজ্রাঘাতে নিহত তৃণমূল কর্মীর স্ত্রীকে অঙ্গনওয়াড়িতে চাকরি, ৩ লক্ষ টাকা সহায়তা দলের
শশী পাঁজা, দেবাংশু ভট্টাচার্য। ছবি ফেসবুক।
Follow Us:
| Edited By: | Updated on: May 01, 2023 | 4:33 PM

বীরভূম: দলীয় সভায় গিয়ে বজ্রাঘাতে মৃত তৃণমূল (Trinamool Congress) কর্মীর পাশে দাঁড়াল দল। সরকারি সহযোগিতার পাশাপাশি দলের তরফ থেকেও আর্থিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। একইসঙ্গে নিহতের স্ত্রীকে চাকরি দেওয়ারও আশ্বাস দিয়েছেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। রবিবার বিকেলে বাঁকুড়ার ইন্দাসে তৃণমূলের একটি সভা ছিল। সেই সভাস্থলের কাছেই বজ্রপাত হয়। সেই বাজের আঘাতে এক তৃণমূল কর্মী মারা যান। আহত হন প্রায় ৫০ জন। এই ঘটনায় উত্তর দিনাজপুর থেকে বার্তা দেন দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানান, নিহতের পরিবারের পাশে আছে দল। একইসঙ্গে দেবাংশু ভট্টাচার্যকে নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাতেরও বার্তা দেন।

মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সোমবার দুপুরে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি, তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য ইন্দাস থানার বাথানিয়া গ্রামে যান। নিহত শামেদ মল্লিকের পরিবারের সঙ্গে দেখা করেন। পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন তাঁরা। মন্ত্রী শশী পাঁজা বলেন, “মৃতের পরিবারের পাশে আছে দল। সব ধরনের সহযোগিতা করা হবে এবং মৃতের স্ত্রীকে আইসিডিএস-এর কাজেও নিয়োগ করা হবে।” পাশাপাশি গ্রামেরই জখম আরেক তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে দেখা করে পরিবারের পাশে থাকার বার্তাও দেন মন্ত্রী।

এদিন শশী পাঁজা বলেন, “আজ আমরা দলের তরফে ৩ লক্ষ টাকা আর্থিক সহায়তা তুলে দিলাম। নিহতের স্ত্রীর হাতে সেই টাকা দিয়েছি। ১৪ বছরের একটি বাচ্চা আছে ওদের। তার যাবতীয় শিক্ষার ব্যবস্থা দেখা হবে। শামেদের স্ত্রী স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত। খুব সচেতন। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা ও পাবে। একইসঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী কিংবা সহায়ক হিসাবে দেখে নিয়ে নিয়োগ করব।

রবিবার বিকেলে বাঁকুড়ার ইন্দাস থানার আশিনপুর দীঘির মাঠে তৃণমূলের সভা ছিল। সূত্রের খবর, সেই সভায় থাকার কথা ছিল দেবাংশু ভট্টাচার্যের। সভা শুরুর আগেই ঘটে বিপত্তি। ঝেঁপে বৃষ্টি আসে। সে সময় সভাস্থলের কাছে থাকা একটি বটগাছের তলায় গিয়ে আশ্রয় নেন তৃণমূলের কর্মীদের একাংশ। এরপরই চারদিকে আলোর ঝলক সঙ্গে তুমুল শব্দে বাজ পড়ে। তাতেই গাছের তলায় আশ্রয় নেওয়া তৃণমূল কর্মী সমর্থকরা মাটিতে লুটিয়ে পড়েন। আহতদের ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে শামেদ মল্লিককে মৃত ঘোষণা করা হয়। আঘাত গুরুতর হওয়ায় ৯ জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।