Agnimitra Paul: অগ্নিমিত্রার অডিয়ো ক্লিপ ভাইরাল, লোকসভা উপনির্বাচনে হারায় সরাসরি প্রশ্ন জিতেন্দ্র তিওয়ারিকে
Bankura: অগ্নিমিত্রা বলেন, 'বলেন, 'রাজ্যজুড়ে রাজনীতির মান অনেকটাই নেমে গিয়েছে। সাধারণ নাগরিক হিসেবে আমাদের লজ্জা হয়।'
ওই ক্লিপে বিজেপি নেত্রীকে বলতে শোনা যায়, ‘আমি ওই নির্বাচনে জিতেন্দ্র তেওয়ারির ভূমিকা কী ছিল তা নিয়ে প্রশ্ন করেছি। আসানসোল উপনর্বাচনে জেতা কঠিন। কিন্তু তারপরও যা হাওয়ার ছিল তাতে আমরা আশা করেছিলাম ৩০ থেকে ৪০ হাজার ভোটে জিতব। কিন্তু যে ধ্বংসাত্মক ফলাফল হল তার পিছনে ছাপ্পা একটা কারণ। কিন্তু শুধু বাইরেরই ব্যাপার তা নয়, ওই উপ নির্বাচনে দলের নেতাদের ভূমিকা কী ছিল তা খতিয়ে দেখা দরকার। কারণ আর মাত্র ২ বছর পরই ২০২৪ এর লোকসভা নির্বাচন।’
একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গেও মুখ খোলেন বিজেপি নেত্রী। রবিবার বাঁকুড়ার পুয়াবাগানে বিজেপির দলীয় কর্মসূচীতে যোগ দেন অগ্নিমিত্রা। সেখানে রাজ্যপাল সম্পর্কে করা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইট প্রসঙ্গে একথা বলেন, ‘তিনি দলের সাধারণ সম্পাদক হতে পারেন কিন্তু বড়দের সম্মান দেওয়ার ব্যাপারে রাজ্যের সংস্কৃতি তাঁর বজায় রাখা উচিৎ।’
বস্তুত, শনিবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় আইএনটিটিইউসির শ্রমিক সমাবেশে বিচারপতিদের একাংশের ভূমিকা নিয়ে সরব হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবারই শিলিগুড়িতে তার পাল্টা সুর চড়ান রাজ্যপাল জগদীপ ধনখড়। বলেন, ‘সাংসদ তাঁর সমস্ত সীমা অতিক্রম করেছেন।’ রাজ্যপালের এই মন্তব্য ঘিরে নতুন করে তরজা শুরু হয়। তৃণমূল নেতা তাপস রায় বলেন, রাজ্যপাল প্রতিনিয়ত তাঁর সীমা লঙ্ঘন করে যাচ্ছেন। একইসঙ্গে অভিষেকের বক্তব্যের সমর্থনে তাপস রায় বলেন, ‘অভিষেক যা বলেছেন, ঠিক বলেছেন। রাজ্যপাল তো প্রতিদিন সংবিধান অবমাননা করছেন।’ এরপরই বাঁকুড়ার কর্মীসভা থেকে পাল্টা তোপ দাগেন বিজেপি নেত্রী। অগ্নিমিত্রা বলেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী ও তাঁর দল না সংবিধান মানেন না কোনও সাংবিধানিক পোস্ট মানেন। রাজ্যের প্রথম নাগরিক রাজ্যপালকে যে ভাষায় তাঁরা কথা বলেন তাতে আর কিছু বলার নেই। রাজনীতির মান অনেকটা নিচে চলে যাচ্ছে। তিনি দলের সাধারণ সম্পাদক হতে পারেন কিন্তু বড়দের সম্মান দেওয়ার ব্যাপারে রাজ্যের সংস্কৃতি তাঁর বজায় রাখা উচিৎ।’
এই ঘটনার প্রতিক্রিয়া দেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘সবাই সবার মতো কাজ করেছে। রেজাল্ট সব জায়গায় এক। বাকিটা পার্টি বুঝে নেবে।’