TMC: রাতের অন্ধকারে তৃণমূলের কার্যালয়ে আগুন, বিজেপিকেই কাঠগড়ায় তুলল শাসকদল

Bankura: তৃণমূলের কর্মীদের দাবি, ভিতরে প্রচুর দলীয় পতাকা, ফ্লেক্স-ফেস্টুন ছিল। বিভিন্ন আসবাবও ছিল, যা পুড়ে যায়। শনিবার সকাল থেকে এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়। তৃণমূলের কর্মী সমর্থকদের দাবি, লোকসভা নির্বাচনে কিছু বুথে লিড পেয়েছে বিজেপি। সেখানকার বিজেপি কর্মীরাই এই হামলা করেছে বলে অভিযোগ।

TMC: রাতের অন্ধকারে তৃণমূলের কার্যালয়ে আগুন, বিজেপিকেই কাঠগড়ায় তুলল শাসকদল
পোড়ানো হয়েছে তৃণমূলের কার্যালয়। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 13, 2024 | 1:06 PM

বাঁকুড়া: শাসকদলের দলীয় কার্যালয় পুড়ে ছাই। বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের বনগ্রাম এলাকায় এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়। বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। যদিও বিজেপি তা মানতে নারাজ। তারা গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলেছে।

বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের বনগ্রাম এলাকায় তৃণমূলের একটি দলীয় কার্যালয় রয়েছে। শুক্রবার রাতে সেখানেই আচমকা আগুন লাগে। পুড়ে যায় বাঁশের কাঠামোর উপর ত্রিপল ও কাপড় দিয়ে তৈরি শাসকদলের কার্যালয়টি।

তৃণমূলের কর্মীদের দাবি, ভিতরে প্রচুর দলীয় পতাকা, ফ্লেক্স-ফেস্টুন ছিল। বিভিন্ন আসবাবও ছিল, যা পুড়ে যায়। শনিবার সকাল থেকে এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়। তৃণমূলের কর্মী সমর্থকদের দাবি, লোকসভা নির্বাচনে কিছু বুথে লিড পেয়েছে বিজেপি। সেখানকার বিজেপি কর্মীরাই এই হামলা করেছে বলে অভিযোগ।

তৃণমূল নেতা প্রভাস মোহন্তের কথায়, লোকসভা ভোটের সময় থেকে গঙ্গাজলঘাঁটিকে টার্গেট করেছে বিজেপি। এর আগেও দলীয় পতাকা, ফেস্টুন ছিঁড়েছে। এবারও বিজেপি-সিপিএম এই কাজ করেছে। তিনি বলেন, “আমার কাছে যা রিপোর্ট তাতে চক্রান্ত করে এটা করেছে ওরা। কাপিষ্ঠাকে অশান্ত করতে চাইছে। আসলে আমরা মানুষের পাশে থেকে মানুষের কাজ করি সেটাই ওরা চায় না।”

পাল্টা স্থানীয় বিজেপি নেতা রাজু তিওয়ারি বলেন, “ওরাই তো রাজ্যজুড়ে সন্ত্রাস করে বেড়াচ্ছে। এখন বিজেপির ঘাড়ে দোষ ঠেলছে। তদন্ত করুক। বিজেপি দোষী থাকলে ধরুক না।”