Bankura: পরিচারিকা আসেননি, মেয়েকে ফেলে আর হাঁটতে যাননি, ছাদে ব্যায়াম করার সময়ে মর্মান্তিক পরিণতি ব্যাঙ্ককর্মীর
Bankura: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী ৭২ বছর বয়সী স্বপনকুমার বিষ্ণুপুর শহরের ১৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বৈলাপাড়া এলাকায় নিজের বিশেষ চাহিদা সম্পন্ন মেয়েকে নিয়ে থাকতেন। মেয়েকে দেখাশোনা করতেন একজন পরিচারিকা।
বাঁকুড়া: প্রতিদিন সকালে পরিচারিকার কাছে মেয়েকে রেখে প্রাতঃভ্রমণে বের হন। কিন্তু এদিন পরিচারিকা কাজে আসেননি। তাই ছাদ উঠেই ব্যায়াম করছিলেন। আর তখনই দুর্ঘটনা। ছাদ থেকে পড়ে মৃত্যু অবসরপ্রাপ্ত এক ব্যাঙ্ক কর্মীর। প্রতিবেশীদের দাবি, হয়তো ব্যায়াম করার সময়ে ছাদ থেকে পা পিছলে পড়ে মৃত্যু হয়েছে অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মীর। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের দক্ষিণ বৈলাপাড়া এলাকায়। মৃত ব্যাক্তির নাম স্বপন কুমার দে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় বিষ্ণুপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে। নিছক দুর্ঘটনা নাকি, এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী ৭২ বছর বয়সী স্বপনকুমার বিষ্ণুপুর শহরের ১৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বৈলাপাড়া এলাকায় নিজের বিশেষ চাহিদা সম্পন্ন মেয়েকে নিয়ে থাকতেন। তাঁর স্ত্রীর মৃত্য়ু হয়েছে আগেই। বড় মেয়ের বিয়ে হয়েছে। ছোট মেয়েকে দেখাশোনা করতেন একজন পরিচারিকা। প্রতিদিন সকালে মেয়েকে পরিচারিকার কাছে রেখে স্বপন কুমার দে প্রাতঃভ্রমণে বের হন। পরিচারিকা কাজে না আসায় স্বপনকুমার প্রাতঃভ্রমণে না গিয়ে বাড়ির ছাদে ব্যায়াম করছিলেন। স্থানীয়দের দাবি, সেই সময়ই পা পিছলে ছাদ থেকে নীচে পড়ে গেলে ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়।
সাত সকালেই ভারী কিছু নীচে পড়ার শব্দ পেয়ে প্রতিবেশীরা ছুটে যান। দেখেন মৃত অবস্থায় ওই বৃদ্ধ পড়ে রয়েছেন। পরে স্থানীয় বাসিন্দারাই বিষ্ণুপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। পাশাপাশি শুরু হয় তদন্ত। স্থানীয় বাসিন্দারা বিষয়টিকে নিছক দুর্ঘটনা বলে দাবি করলেও এর মধ্যে অন্য কোনও রহস্য আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।