Bankura TMC: পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের বিরোধিতা করায় বিজেপি নেতাদের সরকারি প্রকল্প বন্ধের হুঁশিয়ারি তৃণমূল নেতার
Bankura: বাঁকুড়ার কোতুলপুরে একটি প্রতিবাদ মিছিল বের করে তৃণমূল। মণিপুরের ঘটনা প্রসঙ্গে রাজ্য ও কেন্দ্রে বিজেপি-র নীরবতা নিয়ে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
বাঁকুড়া: সরকারি প্রকল্প বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি তৃণমূলের। এ বছর পঞ্চায়েত নির্বাচনে যাঁরা বিজেপি-র হয়ে ভোট চাইতে গিয়েছিলেন তাঁদের প্রকল্প বন্ধের হুঁশিয়ারির অভিযোগ তৃণমূল নেতার।
বাঁকুড়ার কোতুলপুরে একটি প্রতিবাদ মিছিল বের করে তৃণমূল। মণিপুরের ঘটনা প্রসঙ্গে রাজ্য ও কেন্দ্রে বিজেপি-র নীরবতা নিয়ে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। ওই সভায় বক্তব্য রাখতে ওঠেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা সোনামুখী পুরসভার উপ পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায়। তিনি বলেন, “কিছু কিছু বিজেপি নেতা চায়ের দোকানে চা খেতে খেতে বলছেন রুপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল দেয়নি সেটা সরকার দিচ্ছে। তাই লক্ষ্মীর ভাণ্ডার আটকানোর কেউ নেই। আমি বলি সরকারটা কার? তোদের বাবার?” এরপরই তৃণমূলের স্থানীয় কোতুলপুর ব্লক সভাপতি তরুণ নন্দিগ্রামীর নাম করে সোমনাথ বলেন,”তরুণদা যদি মনে করে যারা বিজেপির পতাকা নিয়ে ঘুরছে তাদের লক্ষ্মীর ভাণ্ডার আটকে দেব তাহলে পাঁচ মিনিট সময় লাগবে না।”
এরপরই সোমনাথ মুখোপাধ্যায়ের সংযোজন, “মনে রাখবেন যেমন কুকুর তেমন মুগুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রকল্পের সুবিধা নিয়ে মানুষের দরজায় গিয়ে তাঁর সম্পর্কেই যাচ্ছে তাই বলে বেড়াবেন সেই দিন শেষ হয়ে গিয়েছে। যাঁরা এইরকম সব প্রকল্পের সুবিধা নিয়ে বিজেপির পতাকা কাঁধে মানুষের দরজায় গিয়ে ভোট চেয়েছেন তাঁদের লক্ষ্মীর ভাণ্ডার কীভাবে কী হয় তার খেলা শুরু হবে।”
পাল্টা ওই তৃণমূল নেতাকে ‘তোলাবাজ’ বলে কটাক্ষ করেছে বিজেপি। তাদের দাবি, এ ভাবে সরকারি প্রকল্পের সুবিধা থেকে কোনও বিজেপি কর্মীকে বঞ্চিত করা হলে সেক্ষেত্রে আদালতের মাধ্যমে পুনরায় তা আদায় করা হবে।