Bankura: স্ত্রীর সঙ্গে রাগ, যুবক উঠল ১২০ ফুটের টাওয়ারে! পরের ঘটনা আরও রোম্যান্টিক
Bankura: পেশায় ক্ষেতমজুর সীমন্ত মাঝি মাঝেমধ্যেই মদ খেয়ে বাড়িতে ফেরে। আজ দুপুরে মদ খেয়ে বাড়িতে ফিরলে দেখেন স্ত্রী মিঠু মাঝি গ্রামে আসা এক সাপুড়ের কাছে সাপ খেলা দেখতে গেছে। স্ত্রী বাড়িতে ফিরে জানায় সাপুড়ে যে কবজ মাদুলি বিক্রি করছে তা কিনতে তিনি আগ্রহী।
বাঁকুড়া: গ্রামে সাপ খেলা দেখাতে এসে এক সাপুড়ে কবজ মাদুলি বিক্রি করছিল। স্ত্রী সেখানে গিয়েছিলেন। তা নিয়ে মদ্যপ স্বামীর সঙ্গে স্ত্রীর ঝগড়া। আর তার জেরেই রীতিমতো ১২০ ফুট মোবাইল টাওয়ারের উপর উঠে পড়লেন স্বামী। গোঁসা এমনই যে হাজার হাঁকা ডাকেও সাড়া না দিয়ে ঠায় বসে রইল টাওয়ারের প্রায় ১১০ ফুট উচ্চতায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দমকল কর্মীরাও নামিয়ে আনতে পারলেন না মদ্যপ যুবককে। শেষ পর্যন্ত খবর দেওয়া হল বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। ঘটনা বাঁকুড়ার ইন্দাস থানার আমরুল গ্রাম পঞ্চায়েতের পাত্রগাতি গ্রামের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় ক্ষেতমজুর সীমন্ত মাঝি মাঝেমধ্যেই মদ খেয়ে বাড়িতে ফেরে। আজ দুপুরে মদ খেয়ে বাড়িতে ফিরলে দেখেন স্ত্রী মিঠু মাঝি গ্রামে আসা এক সাপুড়ের কাছে সাপ খেলা দেখতে গেছে। স্ত্রী বাড়িতে ফিরে জানায় সাপুড়ে যে কবজ মাদুলি বিক্রি করছে তা কিনতে তিনি আগ্রহী। স্ত্রীর এই আগ্রহ নিয়ে সীমন্তর সঙ্গে স্ত্রীর তুমুল ঝগড়া বাধে। এরপর সীমন্ত ওই সাপুড়ের কাছে হাজির হয়ে বুজিরুকি করার জন্য সাপুড়েকেও গালিগালাজ করে।
গ্রামবাসীদের একাংশের সঙ্গেও ঝগড়া হয় সীমন্তর। এরপরই সোজা ছুটে গিয়ে গ্রামের পাশে থাকা একটি মোবাইল টাওয়ারের একেবারে আগায় উঠে পড়ে মদ্যপ সীমন্ত। গ্রামবাসীরা যত হাঁকডাক করে ততই সীমন্ত টাওয়ারের উপরে উঠতে থাকে। প্রমাদ গোনে গ্রামবাসীরা। খবর দেওয়া হলে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। কিন্তু সীমন্তকে নামাতে ব্যর্থ হয় দমকলকর্মীরাও। পরে খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। এদিকে সীমন্তর এমন কান্ড দেখতে টাওয়ারের নীচে জড়ো হয়ে যায় কয়েক হাজার মানুষ। ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকেও।