Hospital: ‘বাইরেই চাকুম-চুকুম, ডাক্তার তো জল্লাদ, আর নার্সরা ভাবেন ওরা ফিল্মস্টার’
Bankura Hospital: বাঁকুড়ার বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসা পরিষেবার মান নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠে আসছে। রোগীরা হাসপাতালে ভর্তি হলে তাঁরা ন্যুনতম চিকিৎসা পরিষেবাটুকুও পান না। এমন অভিযোগও উঠে আসে বারবার।
বাঁকুড়া: হাসপাতালের পরিষেবা অতি নিম্ন মানের। চিকিৎসক ও চিকিৎসা কর্মীরাও দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। প্রতিবাদে হাসপাতালে বিক্ষোভে ফেটে পড়লেন বিজেপির কর্মী সমর্থকরা। পরিস্থিতির বদল না হলে মানুষই হাসপাতালের চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের মেরে হাসপাতালে ভর্তি করে দেবে বলে দাবি বিক্ষোভকারীদের। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের।
বাঁকুড়ার বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসা পরিষেবার মান নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠে আসছে। রোগীরা হাসপাতালে ভর্তি হলে তাঁরা ন্যুনতম চিকিৎসা পরিষেবাটুকুও পান না। এমন অভিযোগও উঠে আসে বারবার। তার সঙ্গে চিকিৎসক ও চিকিৎসা কর্মীরাও নাকি রোগীর পরিজনদের সঙ্গে ভয়ঙ্কর দুর্ব্যবহার করেন। বছরের পর বছর ধরে চলে আসা সরকারি হাসপাতালের এই অব্যবস্থার প্রতিবাদে এবার আসরে নেমেছে বিজেপি।
শনিবার বিজেপির নেতা কর্মীরা মিছিল করে হাসপাতালে গিয়ে বিক্ষোভ দেখান। হাসপাতালের সুপারের সঙ্গে দেখা করে দ্রুত হাসপাতালে চিকিৎসা পরিসেবার হাল বদলের দাবিও জানায় বিজেপি। বিজেপি নেতৃত্বের দাবি দ্রুত পরিস্থিতির বদল না হলে, হাসপাতালকে ঘিরে আগামীতে সন্দেশখালির মতো পরিস্থিতি তৈরি হবে।
বিষ্ণুপুর পুরসভার কাউন্সিলর শুক্লা চট্টোপাধ্যায় বলেন, “হাসপাতালে সব আছে। ওদের ব্যবহার এত খারাপ। ডাক্তাররা জল্লাদের মতো ব্যবহার করে। আর নার্সরা তো নিজেদের সিনেমা আর্টিস্ট ভাবেন। শুধুই বাইরে থেকে চাকুম-চুকুম। ঘণ্টার পর রোগী দাঁড়িয়ে থাকে। চিকিৎসকরা আসেন না। কোনও সময় জ্ঞান নেই।” অপরদিকে, বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার শুভঙ্কর কয়াল বলেন, “আমি ওদের বলেছি সঠিক অভিযোগ দিতে। ঠিকঠাক করে অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।”