Bankura Bar Association: খাতড়ার বার অ্যাসোসিয়েশনের ভোটে কোণঠাসা তৃণমূল

Bankura Bar Association: বাঁকুড়ার খাতড়া আদালতে বার অ্যাসোসিয়েশনের বয়স ১৪৩ বছর। ১৮৮০ সালে প্রতিষ্ঠিত এই বার অ্যাসোসিয়েশনে কোনওদিনই নির্বাচন হয়নি। এতদিন মনোনয়নের ভিত্তিতেই তৈরি হত বার অ্যাসোসিয়েশন। এবারই প্রথম ব্যালটে ভোট হয়।

Bankura Bar Association: খাতড়ার বার অ্যাসোসিয়েশনের ভোটে কোণঠাসা তৃণমূল
বার অ্যাসোসিয়েশনে কোণঠাসা তৃণমূলImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 01, 2023 | 12:36 PM

বাঁকুড়া: সদ্য শেষ হওয়া গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা এলাকায় তেমন ভাল ফল করতে না পারলেও খাতড়া অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের ভোটে শাসক দলকে কোণঠাসা করে ফেললেন বিরোধীরা। ৯ টি আসনের ওই বার অ্যাসোসিয়েশনের ভোটে ৭ টি আসনে জয়ী হয় বিরোধীরা। অন্যদিকে শাসক শিবিরের মাত্র ২ জন প্রার্থী জয়ী হয়েছেন।

বাঁকুড়ার খাতড়া আদালতে বার অ্যাসোসিয়েশনের বয়স ১৪৩ বছর। ১৮৮০ সালে প্রতিষ্ঠিত এই বার অ্যাসোসিয়েশনে কোনওদিনই নির্বাচন হয়নি। এতদিন মনোনয়নের ভিত্তিতেই তৈরি হত বার অ্যাসোসিয়েশন। এবারই প্রথম ব্যালটে ভোট হয়। প্রতীক ব্যবহার না করে ব্যালটে প্রার্থীদের নাম উল্লেখ করে ভোট হয়। ৯ টি আসনের জন্য ১৮ জন প্রার্থী হয়েছিলেন। সবকটি আসনেই প্রার্থী দিয়েছিল রাজ্যের শাসক দল। ৯০ জন আইনজীবীর ভোটদানের পর ফলাফল ঘোষণা হলে দেখা যায় ৭ – ২ আসনে জয়ী হয়েছেন বিরোধীরা।

আইনজীবীদের সূত্রে জানা গিয়েছে,  ৯ টি আসনের মধ্যে বিজেপি সমর্থিত ৪ জন, সিপিএম সমর্থিত ৩ জন। বাকি ২ টি আসনে জিতেছেন তৃনমূল সমর্থিত প্রার্থীরা। নির্বাচনের পরে আউনজীবীরা জানিয়েছেন, ভোট হলেও নিজেদের মধ্যে কোনও রাজনৈতিক ভেদাভেদ না করে বার অ্যাসোসিয়েশন পরিচালনার ক্ষেত্রে মূল স্রোতের রাজনীতির তাঁরা এড়িয়ে থাকতে চান। বিরোধী জোটের জয়ী প্রার্থীদের দাবি ‘নো ভোট টু টিএমসি’ স্লোগানে ভোট হওয়াতেই এই ফলাফল। তৃণমূল সমর্থিত পরাজিত প্রার্থীদের দাবি, এই ঘটনার দলীয় ভাবে অন্তর্তদন্ত করে হারের কারণ খোঁজা হবে।