Bankura BJP: দুর্নীতি ও স্বজনপোষণ, পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরনা মঞ্চে বিজেপি
Bankura BJP: ওই গ্রাম পঞ্চায়েত এলাকায় পানীয় জল সরবরাহ থেকে নিকাশি ব্যবস্থার বেহাল দশা। অবিলম্বে ওই পঞ্চায়েতে দুর্নীতি বন্ধ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি নেতৃত্ব।
বাঁকুড়া: পঞ্চায়েতের দুর্নীতি বন্ধ, পানীয় জল ও নিকাশি নালার দাবিতে বিজেপির অবস্থান বিক্ষোভ। বিক্ষোভে যোগ দেন সাংসদও। বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতি ও স্বজনপোষণ বন্ধের দাবিতে বৃহস্পতিবার বাঁকুড়ার বড়জোড়ায় রীতিমতো মঞ্চ করে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি। বিজেপির এই কর্মসূচিতে যোগ দেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-সহ দলের জেলা নেতৃত্ব। বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগে আগেই বড়জোড়া গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয়েছিল বিজেপি। এবার সেই একই ইস্যুতে রীতিমত ধরনা মঞ্চ করে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি শুরু হল। বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল পরিচালিত বড়জোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান দিনের পর দিন চূড়ান্ত দুর্নীতি করে চলেছেন। এর জেরে ওই গ্রাম পঞ্চায়েত এলাকায় পানীয় জল সরবরাহ থেকে নিকাশি ব্যবস্থার বেহাল দশা। অবিলম্বে ওই পঞ্চায়েতে দুর্নীতি বন্ধ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা বলেন, “বড়জোড়ার প্রধান দুর্নীতিতে যুক্ত। তাই এই ধরনা প্রতিবাদ। প্রধানকে আমরা বার্তা দিতে চাই, এই ভাবে দুর্নীতি চলতে থাকলে আমরা আরও বড় আন্দোলনে যাব। ”
প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরেই বাঁকুড়ার বড়জোড়া গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখায় বিজেপি। বাঁকুড়ার বড়জোড়া বিডিও অফিস মোড় থেকে মিছিল করে বিজেপি। বিজেপি কর্মী-সমর্থকরা মিছিল করে হাজির হন বড়জোড়া গ্রাম পঞ্চায়েতে। সেখানে প্রবল বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। দুর্নীতির অভিযোগে তালা ঝুলিয়ে দেওয়া হয় পঞ্চায়েত অফিসে। বিজেপি নেতার বক্তব্য, আবাস যোজনার তালিকা ধরে সমীক্ষার ক্ষেত্রেও স্বজনপোষণ করছে রাজ্যের শাসক দল। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। প্রধানের সঙ্গে যোগাযোগ করা হলেও, তিনি ফোন ধরেননি।