Bankura Flood: বন্যার জলে ভেসে এল মহিলার দেহ

Bankura Flood: স্থানীয় সূত্রে খবর, মৃত মহিলার নাম অঞ্জলি সিংহ। বাড়ি পাত্রসায়র থানার বেন্দা গ্রামে। বুধবার বিকাল নাগাদ শালী নদীর তীরে ওই দেহটি পড়ে থাকতে দেখেন বাঁকুড়ার সোমসার বাসিন্দারা। শালী নদীর মোহনায় দেহটি আটকে থাকতে দেখেন এলাকাবাসী।

Bankura Flood: বন্যার জলে ভেসে এল মহিলার দেহ
বন্যার জলে ভেসে এল দেহImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 05, 2023 | 10:30 AM

বাঁকুড়া: গরমকালে নদীগুলিকে দেখলে বোঝা যায় না তাদের এত তেজ। নিম্নচাপের জেরে বৃষ্টির জল দ্বারকেশ্বর সহ একাধিক নদীতে পড়তেই ফুলে ফেঁপে উঠে বন্যা পরিস্থিতির তৈরি করেছে। এরই মধ্যে বন্যার জলে ভেসে এল মহিলার মৃতদেহ। তদন্তে নেমেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, মৃত মহিলার নাম অঞ্জলি সিংহ। বাড়ি পাত্রসায়র থানার বেন্দা গ্রামে। বুধবার বিকাল নাগাদ শালী নদীর তীরে ওই দেহটি পড়ে থাকতে দেখেন বাঁকুড়ার সোমসার বাসিন্দারা। শালী নদীর মোহনায় দেহটি আটকে থাকতে দেখেন এলাকাবাসী।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার বাড়ি বেন্দা গ্রাম থেকে শালী নদীর মোহানার দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। দেহটি এতটা দূরত্ব নদীর জলেই ভেসে এসেছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি ওই মহিলার মৃত্যুর সঠিক কারণও খতিয়ে দেখা হচ্ছে।