Bankura: মিষ্টির দাম চাওয়ায় দোকানদারকে ফুটন্ত তেলের কড়াইয়ে ধাক্কা মেরে ফেলে দিলেন ক্রেতা

Bankura: আহত দোকানদারকে ইতিমধ্যে ভর্তি করা হয়েছে বাঁকুড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে।স্থানীয় সূত্রে খবর, বিষ্ণুপুর শহরের পোকাবাঁধ পাড়ের বাজারে মিষ্টির দোকান রয়েছে কৃষ্ণপদ দে মোদকের।

Bankura: মিষ্টির দাম চাওয়ায় দোকানদারকে ফুটন্ত তেলের কড়াইয়ে ধাক্কা মেরে ফেলে দিলেন ক্রেতা
ফুটন্ত তেলের কড়াইয়ে ধাক্কা মেরে ফেলার অভিযোগ
Follow Us:
| Edited By: | Updated on: Feb 08, 2023 | 1:40 PM

বাঁকুড়া:  দিনের পর দিন মিষ্টি খেয়েছিলেন ক্রেতা। কিন্তু টাকা দিতেন না। বাকিতেই মিষ্টি খাচ্ছিলেন তিনি। অন্তত তেমনটাই অভিযোগ। তবে আজ হল বিপত্তি। প্রতিদিনের মতো ফের মিষ্টি খান ওই ক্রেতা। তবে এ দিন টাকা  চাইতেই দোকানদারকে ধাক্কা ফুটন্ত তেলের মধ্যে। আর তারপরই এলাকা থেকে চম্পট দিল অভিযুক্ত। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের পোকাবাঁধ পাড়ে।

আহত দোকানদারকে ইতিমধ্যে ভর্তি করা হয়েছে বাঁকুড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে।স্থানীয় সূত্রে খবর, বিষ্ণুপুর শহরের পোকাবাঁধ পাড়ের বাজারে মিষ্টির দোকান রয়েছে কৃষ্ণপদ দে মোদকের। অভিযোগ, সেই দোকানে দিনের পর দিন ধারে খাবার খেতেন অভিযুক্ত ব্যক্তি বর্ষাৎ। পেশায় তিনি টোটোচালক।

অভিযোগ বুধবার দুপুরে ফের ওই যুবক মিষ্টি খায়। এরপর দোকানদার কৃষ্ণপদ দে মোদক টাকা চাইতেই দুজনের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, তখনই বর্ষাৎ দোকানদারকে উদ্যেশ্য করে গালিগালাজ করতে থাকেন। গালিগালাজের প্রতিবাদ করতেই কৃষ্ণপদ দে মোদককে ধাক্কা দিয়ে দোকানের উনুনে চাপানো কড়াইয়ের ফুটন্ত তেলে ফেলে দেন তিনি। সঙ্গে-সঙ্গে যুবক চম্পট দেয় বলে অভিযোগ।

এই ঘটনায় কৃষ্ণপদর হাত ও উরু ঝলসে গিয়েছে বলে খবর। প্রতিবেশী ব্যবসায়ী ও পরিবারের লোকজন তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। আহত দোকানদারের স্ত্রী বলেন, “যে ঠেলে দিয়েছে সে ওর কাছে পয়সা পেত। আমার স্বামী ওনাকে বলেছিলেন পয়সা দিয়ে দে। এরপরই চেঁচামেচি শুরু হয়। তারপর আমার স্বামী বলেন এখানে চিৎকার না করে সরে যা। তখনই ওকে ফুটন্ত কড়াইয়ে ধাক্কা মারে।” স্থানীয় এক প্রতিবেশী বলেন, “ওই ছেলেটা রোজদিন কচুরি মিষ্টি খায়। অনেকদিন ধরেই ধার ছিল। এরপর আজ টাকা চাইতেই ওনাকে আজ ধক্কা মেরে ফুটন্ত তেলের কড়াইয়ে ফেলে দেয়। “