Sawan 2023: শুশুনিয়ার পুণ্যধারা নিয়ে সাইকেলেই ওঙ্কারেশ্বরে বাঁকুড়ার পুণ্যার্থী দল

Bankura: বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় থেকে বয়ে আসা ঝরনার জল থেকে অত্যন্ত পবিত্র বলে বিশ্বাস করেন এখানকার মানুষ। এমনও বিশ্বাসের কথা শোনা যায়, এই পাহাড়ে দেবাদিদেবের বাস।

Sawan 2023: শুশুনিয়ার পুণ্যধারা নিয়ে সাইকেলেই ওঙ্কারেশ্বরে বাঁকুড়ার পুণ্যার্থী দল
ওঙ্কারেশ্বর যাচ্ছে পূণ্যার্থীর দল। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 22, 2023 | 4:47 PM

বাঁকুড়া: বলা হয় শ্রাবণ মাস বাবার মাস। এই সময় বিভিন্ন শিবক্ষেত্রে হাজার হাজার ভক্তের সমাগম হয়। বাঁকে করে পুণ্যতোয়ার জল নিয়ে পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দেন কেউ। কেউ আবার বাড়ি থেকে বহুদূরে কোনও শিবক্ষেত্রে যান ভরা শ্রাবণে। এবার সাইকেলে চেপে মধ্য প্রদেশের ওঙ্কারেশ্বরে পাড়ি দিল বাঁকুড়ার একটি দল। ১ হাজার ৪৭৫ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে ওঙ্কারেশ্বরে পৌঁছবে তারা। সঙ্গে নিয়ে যাচ্ছে এ রাজ্যের শুশুনিয়া পাহাড়ের ঝরনার জল। ২০টি সাইকেলে চেপে শুশুনিয়ার জল নিয়ে যাচ্ছেন পুণ্যার্থীরা। এই দলের সদস্যরা জানান, ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গে জল ঢালার পাশাপাশি তাঁরা ছড়াবেন সচেতনতার বার্তাও।

বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় থেকে বয়ে আসা ঝরনার জল থেকে অত্যন্ত পবিত্র বলে বিশ্বাস করেন এখানকার মানুষ। এমনও বিশ্বাসের কথা শোনা যায়, এই পাহাড়ে দেবাদিদেবের বাস। প্রতি বছর শ্রাবণে শুশুনিয়া থেকে জল নিয়ে বিভিন্ন শিবমন্দিরের পথে রওনা দেন পুণ্যার্থীরা। শ্রাবণ মাসের শনিবার, রবিবার ও সোমবার ঝরনার জল নেওয়ার জন্য হাজার হাজার মানুষ আসেন শুশুনিয়া পাহাড়তলিতে। এখান থেকে কেউ যান তারকেশ্বর, কেউ যান বিষ্ণুপুরের ষাঁড়েশ্বর শিব মন্দিরে।

ভোলেব্যোম কমিটি নামে একটি দল আছে। যারা প্রতিবারই শুশুনিয়ার ধারা থেকে জল নিয়ে বিভিন্ন জায়গায় যায়। এই দলে আছেন বিশ্বনাথ কর্মকার। তাঁর কথায়, “আমরা এর আগেও শুশুনিয়ার পবিত্র ধারার জল সাইকেলে বেঁধে নিয়ে গিয়ে বাবার পায়ে অর্পণ করে এসেছি। কেদারনাথ, পশুপতিনাথ, বক্রেশ্বর, চন্দনেশ্বর, কাশী বিশ্বনাথেও গিয়েছি। এবার আমাদের ২২তম যাত্রা। এবার যাচ্ছি মধ্য প্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বরে। সেখান থেকে ওঙ্কারেশ্বর যাব।” এই দলে যেমন ১৬ বছরের কিশোর আছে, আছেন ৬৯ বছরের ব্যক্তিও।