Bishnupur Elephant Video: এক-একটা দলে ৪০টা! সদ্যোজাত ‘বিজয়ে’র খেল দেখতে রোজ গ্রামে আসছে ওরা
Bishnupur Elephant: পুজোর অনেক আগেই ৪৪ টি হাতির একটি দল পশ্চিম মেদিনীপুরের সীমানা পেরিয়ে বাঁকুড়া জেলায় প্রবেশ করে। দলটি সেসময় বিষ্ণুপুর সোনামুখী পেরিয়ে বড়জোড়ার জঙ্গলে গিয়ে হাজির হয়
বাঁকুড়া: অন্তঃসত্ত্বা অবস্থাতেই ‘মা’ বেড়াতে এসেছিলেন। জঙ্গলেই প্রসব করেন সন্তান। সদ্যোজাতকে নিয়ে সেখানেই কয়েক মাস থেকে যান জঙ্গলে। গ্রামবাসীদের ভালোবাসায় বেড়ে উঠতে থাকে খুদে। এলাকার বাসিন্দারাই ভালোবেসে নাম রাখেন বিজয়। এভাবে বেশ কিছুদিন কেটে গিয়েছে। বিজয়ের এবার ঘরে ফেরার সময়। কিন্তু এই বিজয়কে নিয়েই গ্রামবাসীরা এখন নাজেহাল। কারণ খুদে সদস্যকে দেখতে জঙ্গল থেকেই গ্রামে ঢুকে পড়েছেন তাঁদের পরিবারের বাকি সদস্যরা! তাঁরা আবার ঘরেও অর্থাৎ জঙ্গলেও ফিরছেন। সব যাতায়াতই চলছে ধান ক্ষেতের মধ্যে দিয়েও। পায়ের চাপে পিষে নষ্ট হচ্ছে ফসল।
প্রথম দফায় ৪৪ টি হাতির পর এবার একই পথে বিষ্ণুপুর থেকে সোনামুখীর দিকে রওনা দিয়েছে ২৫ টি হাতির একটি দল। আমনের ভরা মরসুমে এই হাতির দল বিষ্ণুপুর ছাড়িয়ে সোনামুখীর দিকে রওনা দেওয়ায় ক্ষয়ক্ষতির আশঙ্কায় আতঙ্কের প্রহর গুনছে এলাকার কৃষকরা। অন্যদিকে বিজয়া দশমীর দিন জন্ম নেওয়া ক্ষুদে হস্তিশাবক বিজয়কে নিয়ে উদ্বিগ্ন বন দফতরও।
পুজোর অনেক আগেই ৪৪ টি হাতির একটি দল পশ্চিম মেদিনীপুরের সীমানা পেরিয়ে বাঁকুড়া জেলায় প্রবেশ করে। দলটি সেসময় বিষ্ণুপুর সোনামুখী পেরিয়ে বড়জোড়ার জঙ্গলে গিয়ে হাজির হয়। ক্ষয়ক্ষতি এড়াতে আপাতত সেই দলটিকে জঙ্গলের ভেতরে নির্দিষ্ট ঘেরাটোপে আটকে রেখেছে বন দফতর। গোদের উপর বিষফোঁড়ার ওপর পুজোর মাঝেই আরও ২৫ টি হাতির একটি দল পশ্চিম মেদিনীপুরের ধাদিকা এলাকা থেকে বাঁকুড়ার বিষ্ণুপুর বনাঞ্চলে ঢুকে পড়ে।
দশমীর রাতে ধাদিকা এলাকায় ওই দলটির একটি মা হাতি একটি হস্তিশাবক প্রসব করে। দশমীর রাতে জন্ম নেওয়ায় স্থানীয় বাসিন্দা ও বন কর্মীরা আদর করে সেই শাবকের নাম রাখে বিজয়। আপাতত সেই বিজয়কে নিয়েই সোনামুখীর উদ্দেশ্যে রওনা দিয়েছে হাতির দলটি। আমনের ভরা মরসুমে দলটি বিষ্ণুপুর ছেড়ে সোনামুখীর দিকে রওনা দেওয়ায় ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কায় প্রহর গুনছে এলাকার চাষিরা।
তাঁদের দাবি, এই সময়ে হাতির দল প্রবেশ করায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। এদিকে হাতির দলটিতে সদ্যোজাত বিজয় থাকায় সতর্ক পদক্ষেপ করতে চাইছে বন দফতর। তাই কোনও রকম ড্রাইভ না করে হাতির দলটিকে নিজের মর্জি মাফিক যেতে দেওয়াই এখন লক্ষ বন দফতরের কাছে। পাশাপাশি দলটিকে যাতে কেউ উত্ত্যক্ত না করে সেবিষয়েও কড়া নজর রাখা হচ্ছে।